মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে চলমান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত সফরকারী পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে দুই ইনিংস মিলিয়ে সফরকারীদের লিড দাঁড়ায় ৪৪৯ রান। ফলে স্বাগতিকদেরকে জয়ের জন্য ৪৫০ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। সেইসঙ্গে এখন ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পর্যন্ত বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করেছে। ব্যক্তিগত ১৬ রানে ইয়াসির শাহর বলে অাউট হয়ে ফিরেন ইমরুল। তামিম ৩২ রান নিয়ে ক্রিজে আছেন। তার সঙ্গে আছেন মোমিনুল হক।
মিরপুর টেস্টে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে আজহার আলীর ডাবল সেঞ্চুরি, ইউনিস খানের ১৪৮ রান ও আসাদ শফিকের সেঞ্চুরির উপর ভর করে ৮ উইকেটে ৫৫৭ রানের বিশাল স্কোর সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২০৩ রান তুলতে সক্ষম হয়। কিন্তু টাইগারদেরকে ফলো-অনে না ফেলে পাকিস্তান আজ পুনরায় ব্যাট করতে নামে। ম্যাচের তৃতীয় দিনে আজ দ্বিতীয় সেশন পর্যন্ত ব্যাট করে ৬ উইকেট হারিয়ে সফরকারীরা ১৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে তৃতীয় দিনের শেষ সেশনে টাইগাররা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে মাঠে নামে।
বাংলাদেশের পক্ষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ শহীদ ২টি এবং সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম এবং মাহমুদুল্লাহ রিয়াদ ১টি করে উইকেট নিয়েছেন।
এর আগে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত বুধবার সকালে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। টেস্টের ১ম দিন নির্ধারিত ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২৩ রান করে পাকিস্তান। এরপর গতকাল বৃহস্পতিবার ১ম ২ সেশনে ৬২ ওভার ব্যাট করে আরো ২৩৪ রান তুলে অতিথিরা। সবমিলিয়ে ৮ উইকেটে ৫৫৭ রানে ইনিংস ঘোষণা করেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক।
পাকিস্তানের প্রথম ইনিংসের ৩টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া মোহাম্মদ শহীদ ও শুভাগত হোম ২টি করে এবং সাকিব আল হাসান ১টি উইকেট নিয়েছেন।
বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৯ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান। ৪১.৩ ওভারে ৭২ বল খেলে অর্ধশতক করেন তিনি। প্রথম টেস্টের ২য় ইনিংসেও ৭৬ রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। বাংলাদেশের প্রথম ইনিংসের ৩টি করে উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ । এছাড়া জুনায়েদ খান ২টি এবং মোহাম্মদ হাফিজ ১টি উইকেট নেন।
বিডি-প্রতিদিন/ ৮ মে ২০১৫/শরীফ