বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক অতিক্রম করলেন তামিম ইকবাল। এর আগে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন-ই তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। হাবিবুল বাশার ৫০টি টেস্ট খেলে ৩০২৬ রান করেছেন।
তামিম এই মাইলফলকে পৌঁছেন মাত্র ৩৯টি টেস্ট খেলে। টেস্টে তামিমের গড় ৪০.১৮। আর হাবিবুলের গড় ৩০.৮৭। তামিম এখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। টেস্টে তার মোট রান ৩০১০।
বিডি-প্রতিদিন/ ৮ মে ২০১৫/শরীফ