হাবিবুল বাশার সুমনের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজারি ক্লাবে জায়গা করে নিয়েছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। তবে আর মাত্র ১৭ রান করলেই আরেকটি রেকর্ডের মালিক হয়ে যাবেন তিনি। তখন বাশারকে টপকে হয়ে যাবেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫০ টেস্টে বাশার করেছেন ৩০২৬ রান। তামিমের রান ৩০১০।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে ২২ রান করার পরই তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। দিনশেষে ৩২ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ আবার নতুন করে শুরু করবেন তামিম। হয়তো আজই ছাড়িয়ে যেতে পারেন বাশারকে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি বর্তমান নির্বাচক হাবিবুল বাশার তিন হাজার রান পূরণ করেছেন ৪৯তম টেস্টে। তামিম সেখানে ৩৯তম টেস্টেই তিন হাজারি ক্লাবে পৌঁছে গেছেন। বাশার তিন হাজার রান পূরণ করতে তিনটি সেঞ্চুরি ও ২৪ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। আর তামিম একটি ডাবল সেঞ্চুরিসহ ৭ সেঞ্চুরির সঙ্গে ১৭টি হাফসেঞ্চুরি করেছেন।
এ ছাড়াও তামিম ইকবাল আরেকটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে। আজ সেঞ্চুরি করতে পারলেই টেস্টে টানা চার ম্যাচে সেঞ্চুরি হয়ে যাবে তার। এখনো অবশ্য বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা তিন ম্যাচের সেঞ্চুরির রেকর্ডটি তারই। তবে আজ নিজের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার হাতছানি তামিমের সামনে। আর দেশসেরা ওপেনারের সেঞ্চুরি হলে যে ঢাকা টেস্টে নতুন করে প্রাণসঞ্চার হবে তা তো বলার অপেক্ষা রাখে না!
প্রসঙ্গত, বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ আশরাফুল ৬১ টেস্ট খেলে করেছেন দুই হাজার ৭৩৭ রান। চতুর্থ স্থানে রয়েছেন সাকিব আল হাসান। ৩৯ টেস্টে তার রান দুই হাজার ৭১৯ রান। এ ছাড়া মুশফিকুর রহিম ৪৫ টেস্টে দুই হাজার ৫৫৫ রান করেছেন।