ম্যাচে জিততে বাংলাদেশকে গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড। লিখতে হবে ইতিহাস। ১৮০ ওভারে ৪৮৭ রান করা কি সম্ভব টাইগারদের? না, চালকের আসনে বসে থাকা পাকিস্তান সহজেই জিতে নেবে ম্যাচ। টেস্টের প্রথম তিন দিন যে চিত্র, তাতে টেস্ট পুরোটাই হেলে আছে পাকিস্তানের দিকে। কিন্তু টেস্ট ক্রিকেট বলেই পাকিস্তানের সাবেক লিজেন্ডারি লেগ স্পিনার এবং সহকারী কোচ মুস্তাক আহমেদ সরাসরি জয়ের কথা না বলে শুধু জানালেন, জয়ের জন্যই খেলবে দল। তবে ম্যাচে জেতার মতো অবস্থানেই রয়েছে পাকিস্তান বলতে ভুলেননি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের ক্রীড়া প্রতিবেদক
সুযোগ থাকার পরও কেন ফলোঅন করাল না?
প্রথমত আমি মনে করি এখনো ম্যাচের দুই দিন বাকি। অনেক সময় রয়েছে ম্যাচের। ম্যাচ জেতার জন্য আমাদের অবশ্যই একটি পরিকল্পনা রয়েছে। যদি আমরা আজ (কাল) তাদের আগে আউট করতাম, তাহলে আরও আগে বোলিং করতে পারতাম। আপনারা দেখেছেন, আমাদের পেসাররা দীর্ঘ সময় বোলিং করেছেন। তারা কিছুটা ক্লান্ত। তবে মনে রাখতে হবে, ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিন উইকেট ভিন্ন আচরণ করবে। সেটাকে কাজে লাগাতে চাই। প্রতিপক্ষ বাংলাদেশ নিয়ে আমাদের রয়েছে শ্রদ্ধা। বাংলাদেশ ভালো দল। স্কোর বোর্ডে অনেক রান জমা করা ছিল আমাদের টার্গেট। দুই দিনে ১৮০ ওভার খেলা বাকি। এই সময়ে অনেক রান করা সম্ভব। তাই আমরা চেয়েছি বড় স্কোর গড়তে। বড় স্কোর থাকলে সবসময়ই আপনি চাপে থাকবেন। এটা টেস্ট ক্রিকেট। তিন দিনে খেলা শেষ করতে পারবেন না। আজ (কাল) কঠিন পরিস্থিতিতে সাকিব খুব ভালো ব্যাটিং করেছেন। তাই হালকা করে দেখার কিছু নেই। যে ১৮০ ওভার রয়েছে, তাতেই কাজ শেষ করতে হবে। ফলোঅন না করিয়ে পুনরায় ব্যাটিং করার সিদ্ধান্ত পুরোপুরি দলের।
ইয়াসির শাহ দুর্দান্ত বোলিং করছেন...
ইয়াসির খুব ভালো একজন লেগ স্পিনার। একজন জেনুইন ম্যাচ উইনার। একজন বোলারের যে টেম্পারমেন্ট থাকা দরকার, সেটা পুরোপুরি রয়েছে তার। সে যখন থেকে পাকিস্তানের পক্ষে খেলছে, তখন থেকেই দলের জয়ে অবদান রাখছে। অস্ট্রেলিয়া সিরিজে ভালো করেছে। নিউজিল্যান্ড সফরে উইকেট পেয়েছে। সে নতুন টেস্ট ক্রিকেটার। কিন্তু তার টেম্পারমেন্ট অসাধারণ। ইনশাল্লাহ ভবিষ্যতে পাকিস্তানের একজন খুবই ভালো বোলার হবে সে। পাকিস্তানের বহু ম্যাচ জয়ে অবদান রাখবে।
এখনো দুই দিন বাকি। বাংলাদেশ পিছিয়ে ৪৮৭ রানে। এমন অবস্থায় কি মনে করেন?
ক্রিকেট ফানি গেম। আমরা ভালো বোলিং করেছি। ক্যাচ নিয়েছি, ভালো ফিল্ডিং করেছি। বাংলাদেশের ব্যাটসম্যানদের আউট করেছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো অবস্থানে রয়েছি। এখন আমরা আরও ভালো ক্রিকেট খেলতে চাই। যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে জয়ের কথা ভাবা যাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা পেশাদার ক্রিকেট দল। আমরা জানি আমাদের কী করতে হবে।
পাকিস্তানের জয়ের সুযোগ...
আমি আগেই বলেছি ক্রিকেট ফানি গেম। ক্রিকেটে অনেক নিয়মিত রেকর্ড হচ্ছে। আবার সেটা ভাঙছেও। কখন কী হয়, সেটা বলা যায় না। যেহেতু ক্রিকেট ফানি গেম, তাই আমরা সিরিয়াস ম্যাচ নিয়ে। আমাদের সব ফোকাস ম্যাচের দিকে। ইনশাআল্লাহ আমরা যদি ভালো খেলতে পারি, তাহলে ম্যাচে জেতার অনেক সুযোগ রয়েছে।