বায়ার্ন মিউনিখের বিপক্ষে লিওনেল মেসিকে দেখে সাবেক ব্রাজিলিয়ান তারকা ফুটবলার লিওনার্দো টুইটারে লিখেছেন, এবার মেসিকে অফিসিয়ালি ম্যারাডোনার চেয়ে সেরা ফুটবলার বলে ঘোষণা করা যায়। নামিদামি অনেক সাবেক ফুটবলারই লিওনার্দোর সঙ্গে একমত হয়েছেন। কেউ কেউ বলছেন, মেসি সর্বকালের সেরা ফুটবলার। তারকাদের এসব মন্তব্যের কারণ, মেসির অসাধারণ দুটি গোল। প্রথমটা ডি বক্সে বাইরে থেকে দুজন ডিফেন্ডার এবং গোলরক্ষক নিউয়ারকে ফাঁকি দিয়ে দারুণ এক মাপা শুটে দুর্দান্ত গোল করেন মেসি। ম্যাচের তখন ৭৭ মিনিট। ঠিক তিন মিনিট পর প্রায় জিরো ডিগ্রি কৌণিক শুটে আরও একটি গোল। মেসির ওই দুটি গোল সর্বকালের সেরা গোলের তালিকায়ও এরই মধ্যে ঠাঁই করে নিয়েছে বলে অনেকেই মন্তব্য করছেন। মেসির এই নতুন রূপ তার তারকাখ্যাতিতে যোগ করেছে নতুন মাত্রা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে মেসির দুটি গোলকে কেন্দ্র করে টুইটারে মোট দুই মিলিয়ন টুইট হয়েছে! বিশ্বসেরাদের দিয়েই বায়ার্ন মিউনিখ সাজিয়েছে তাদের ডিফেন্স লাইন। তা ছাড়া গোলবারের সামনে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী ম্যানুয়েল নিউয়ার। কিন্তু কি হলো! গার্ডিওলা তো আগেই বলেছিলেন, মেসিকে রুখতে পারে এমন কোনো পরিকল্পনা হতেই পারে না। এমনকি ডি বক্সে আশপাশে ইঞ্চিখানেক স্থান পেলেও মেসি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যে কোনো সময়। লিওনেল মেসি বায়ার্ন মিউনিখের বিপক্ষে তা প্রমাণ করেছেন। লা লিগায় আজ কাতালানরা ন্যুক্যাম্পে খেলতে নামছে রিয়াল সুসিদাদের বিপক্ষে। এ ম্যাচে মেসিই থাকছেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখনো তিনি লা লিগায় গোলদাতার তালিকায় চলতি মৌসুমে রোনালদোর চেয়ে দুই গোলে পিছিয়ে (৪২-৪০) আছেন। এই ব্যবধান হয়তো আজই ঘুচিয়ে দেবেন মেসি। তবে আজ ম্যাচ রয়েছে রোনালদোরও। ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা। এ ম্যাচ জিতলে সামনে তেমন কোনো কঠিন ম্যাচ নেই কার্লো আনসেলত্তির শিষ্যদের। সেই হিসেবে লা লিগার শিরোপা জয়ের সুযোগ থেকে যাবে রিয়াল মাদ্রিদেরও!