পেপ গার্ডিওলার পর বার্সেলোনাকে সেই পুরনো রূপ ফিরিয়ে দিয়েছেন লুইস এনরিকে। মাঝখানে দুটি বছর কাতালানদের খুব বাজে সময় কেটেছে। সেই হতাশা কাটিয়ে বার্সেলোনা ফিরেছে আপন চেহারায়। এমনকি চলতি মৌসুমে ট্রেবল জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা। কোপা দেল রে কাপের ফাইনাল কয়েক সপ্তাহ পরই। লা লিগায়ও শিরোপার পথে ছুটে চলছে কাতালানরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ফাইনাল থেকে মাত্র এক ম্যাচ দূরে। সব মিলিয়ে লুইস এনরিকে এমন এক মৌসুম উপহার দিচ্ছেন বার্সেলোনাকে যা পেপ গার্ডিওলা তার প্রথম মৌসুমে দিয়েছিলেন। তারপরও নাকি লুইস এনরিকে থাকছেন না বার্সেলোনায়। এমন খবরই দিয়েছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল। এমন গুজব শুনে এরই মধ্যে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি লুইস এনরিকেকে দলে পেতে মরিয়া হয়ে উঠেছে। তবে এ ব্যাপারে এখনো লুইস এনরিকে কিংবা বার্সেলোনার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।