সফরকারী পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আজ সকালেই আউট হয়ে ফিরে গেলেন তামিম ইকবাল। তৃতীয় দিন শেষে ব্যক্তিগত ৩২ রানের সঙ্গে আজ মাত্র আর ১০ রান যোগ করেই আউট হন তামিম। ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে অতিক্রম করতে ব্যর্থ হলেন তিনি। হাবিবুল বাশার ৫০টি টেস্ট খেলে ৩০২৬ রান করেন। অার ৩৯টি টেস্টে তামিমের সংগ্রহ ৩০২০ রান।
মিরপুর টেস্টেে চতুর্থ দিনের খেলা শুরুর কিছুক্ষণ পরই ইমরান খানের বলে উইকেটের পেছনে সরফরাজের হাতে তালুবন্দি হন তামিম।
বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের টেস্ট ক্রিকেটে মোট সংগ্রহ ৩,০২৬ রান। ফলে তিনিই এখন বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। তবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু তামিম ইকবাল। এখন পর্যন্ত ১৪৪টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। মোট রান ৪৪৪১। এখন পর্যন্ত সেঞ্চুরি করেছেন ৬টি আর অর্ধশতক ২৯টি। সর্বোচ্চ সংগ্রহ ১৫৪ রান। ২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তার।ওয়ানডের ইনিংস সর্বোচ্চ ১৫৪ রানটিও তামিমের দখলে।
এদিকে, ২০০৮ সালের ৪ জানুয়ারি ইউসিভার্সিটি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তামিম ইকবালের। টেস্টে এখন পর্যন্ত তার সেঞ্চুরি ৭টি ও অর্ধশতক ১৭টি। সর্বোচ্চ সংগ্রহ ২০৬ রান। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে এ ডাবল সেঞ্চুরি করেন তিনি। এছাড়া টেস্টে ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশিও তামিম। মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন।
বিডি-প্রতিদিন/ ৯ মে ২০১৫/শরীফ