মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে গ্রিগর ডিমিট্রভকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।
এদিন, ১৪টি গ্রান্ড স্লাম জয়ী সাবেক নাম্বার ওয়ান নাদালের বিপক্ষে দাঁড়াতেই পারেননি গ্রিগর। তাকে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেছেন নাদাল। পরবর্তী রাউন্ডে নাদাল মুথোমুখি হবেন টমাস বার্ডিচ বা জন ইসনারের বিপক্ষে।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৫/মাহবুব