সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ড্রেনেজ সিস্টেম ভালো না হওয়ায় পানি নিষ্কাশিত হয় না। কাল মুষলধারে বৃষ্টি হওয়ায় হাঁটু পানি জমে গিয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তাই মোহামেডান-রহমতগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়ন-সকার ক্লাব ফেনীর ম্যাচ হতে পারেনি। ভেসে গেছে বৃষ্টিতে। আজ খেলা দুটি পুনরায় অনুষ্ঠিত হবে। আজকের শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী এবং বিজেএমসি-ফরাশগঞ্জ ম্যাচ দুটি হবে আগামীকাল।