ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ কলকাতার ইডেনে গার্ডেনে আয়োজন করতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া। দীর্ঘদিন পর চির বৈরি এই দেশ দুটির মধ্যে ক্রিকেট সিরিজ শুরু হচ্ছে এটা নিশ্চিত। বিবিসিআই ইতোমধ্যে সিরিজ আয়োজনের সবুজ সংকেতও দিয়ে দিয়েছে। তবে সফরসূচি এখনো চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে ভারত-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হবে। সবকিছুই নির্ভর করছে ভারত সরকারের ছাড়পত্রের উপর।
এই ছাড়পত্র পাওয়া নিয়েও সংশয় রয়েছে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এ ব্যাপারে বলেন, 'সরকারের ছাড়পত্র ছাড়া ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না। তাই যতক্ষণ না বল পড়ছে কিছু বলা যাচ্ছে না।' অনিশ্চয়তায় রয়েছে বিসিসিআইয়ের অন্যান্য কর্মকর্তারাও। তাই যতক্ষণ না ছাড়পত্র পাওয়া যাচ্ছে ততক্ষণ মুখ খুলতে চাইছেন না কেউই। তবে সিরিজের ছাড়পত্র পাওয়া গেলে ইডেনেই হবে প্রথম টেস্ট ম্যাচ, এটি মোটামুটি নিশ্চিত।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের ডিসেম্বরে ভারত-পাকিস্তানের মধ্যকার বহু প্রতীক্ষিত সিরিজ অনুষ্ঠিত হবে। এই সিরিজে ৩টি টেস্ট, ৫টি একদিনের ম্যাচ ও ২টি টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৫/শরীফ