বাংলাদেশের বিপক্ষে আগামী মাসের ১০ তারিখ থেকে অনুষ্ঠেয় একমাত্র টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব বিরাট কোহলিকেই দেওয়া উচিত বলে মনে করেন সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। এরপর বোর্ডের অনুমতি সাপেক্ষে তাকে তিন ম্যাচ একদিনের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হোক বলেও মনে করেন সাবেক এই ক্রিকেটার। গত বছরের নভেম্বর থেকে বিরতিহীন ক্রিকেট খেলে যাচ্ছেন কোহলি। তাই কোহলিকে বিশ্রাম দেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন গাভাস্কার। খবর ইন্ডিয়া টুডে'র
বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে ২০ মে। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বাংলাদেশ সফরে কোহলিকে ভারতীয় দলেও অন্তর্ভুক্ত নাও করা হতে পারে। কারণ গত ৫ মাস ধরে তিনি টানা ক্রিকেট খেলছেন। এছাড়া কোহলি নিজে বাংলাদেশ সফরে না গিয়ে বিশ্রামে থাকার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে লিখিত আবেদন করেছেন। শুধু কোহলি নয়, দলের আরো কয়েকজন সিনিয়র খেলোয়াড়ও বাংলাদেশ সফর থেকে বিশ্রাম চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছেন।
গাভাস্কার গতকাল বলেন, 'বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে কোহলি খেলুক আমি চাই এবং এরপর তাকে তিন ম্যাচ একদিনের ক্রিকেট সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হোক। আসলে কোহলির মতো আরো যারা আছেন তাদেরকে এবং গত কয়েক মাস ধরে প্রচুর বল করা রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদবকে বিশ্রাম দেওয়া যেতে পারে। একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি গত সাড়ে চার মাস ধরে তারা যে পরিমাণ খেলা খেলেছে এজন্য তাদেরকে কিছুটা বিশ্রাম দেওয়া যেতে পারে।'
উল্লেখ্য, একটি টেস্ট ও তিনটি একদিনের ক্রিকেট ম্যাচ খেলতে আগামী মাসের ৭ তারিখে বাংলাদেশ সফরে আসছে ভারত।
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৫/শরীফ