দীর্ঘদিন ইনজুরিতে ভোগে চলতি বছরের শুরুতে কোর্টে ফিরেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন স্পেনিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। কিন্তু কোনোভাবেই পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছেন না ফরাসি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন নাদাল। এবার ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নিতে হয়েছে তাকে। বিশ্বের নয় নম্বর তারকা সুইস স্তানিসলাস ভাভরিঙ্কার কাছে ৭-৬, ৬-২ গেমে হারেন তিনি। এ পরাজয়ে ফরাসি ওপেন সামনে রেখে আরো অস্বস্তিতে পড়েছেন তিনি। বছরের দ্বিতীয় এই ওপেনের গ্রান্ড স্ল্যামের শীর্ষ চার বাছাইয়ের মধ্যে থাকছেন না তিনি। ফলশ্রুতিতে তাকে ফরাসি ওপেনে কঠিন ড্রয়ের মুখোমুখি হওয়া লাগতে পারে। খবর বিবিসির
'কিং অব ক্লে' খ্যাত নাদাল চলতি বছর ক্লে কোর্টে পাঁচবার পরাজয়ের শিকার হয়েছেন। এর মধ্যে সম্প্রতি বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচের কাছে মন্তে কার্লোতে এবং অতি সম্প্রতি মাদ্রিদ ওপেনে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারের কাছে হারেন নাদাল।
এদিকে, ইতালিয়ান ওপেনের এক সেমিফাইনালে মুথোমুখি হচ্ছেন বিশ্বের এক নম্বর তারকা সার্বিয়ার নোভাক জোকোভিচ ও স্পেনিশ তারকা ডেভিড ফেরের। জোকোভিচ বিশ্বের ছয় নম্বর তারকা জাপানের কেই নিশিকোরিকে হারিয়ে ও ডেভিড ফেরের বেলজিয়ামের ডেভিড গফিনকে হারিয়ে সেমিফাইনালে উঠেন। অপর সেমিফাইনালে দুই সুইস স্বদেশি রজার ফেদেরার ও ভাভরিঙ্কা মুথোমুখি হবেন। ফেদেরার বর্তমানে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা।
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৫/শরীফ