বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন বিশ্বের তিন নম্বর শীর্ষ তারকা রুশ মারিয়া শারাপোভা। তৃতীয় রোম শিরোপা জয়ের লক্ষ্যে আজ স্বদেশি দারিয়া গাভরিলোভার মুখোমুখি হচ্ছেন তিনি। রুশ গাভরিলোভা আমেরিকার ক্রিস্টিনা ম্যাকহালেকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠেন।
এর আগে আজ টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন স্পেনের কার্লা নাভাররো ও রুমানিয়ার সিমোনা হালেপ। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৫/শরীফ