একটা সময় তাদের ছাড়া ভারতীয় ক্রিকেট দল কল্পনা করাও যেত না। তবে দিন পাল্টেছে বিধায় তাদের স্থলাভিষিক্ত হয়েঝে নতুন প্রজন্ম। তবে আসন্ন বাংলাদেশ সফরে দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন ক্রিকেটার বিশ্রাম চাওয়ায় সুযোগ পেতে পারেন এখন পরিত্যক্ত জহির খান, যুবরাজ সিং, স্পিনার হরভাজন সিং ও বীরেন্দর শেবাগের মতো খেলোয়াড়রা।
জহির, হরভাজন ও শেবাগের ফিটনেসের সমস্যা নেই। বেশ ভালো ফর্মেও আছেন। সঙ্গে জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের গণ ছুটির আবেদন। সব মিলিয়ে বাংলাদেশ সফর এই চার তারকার ফেরা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
আগামী মাসের সাত তারিখে বাংলাদেশ সফরে আসছে ভারত। সিরিজের একমাত্র টেস্ট ১০ জুন শুরু হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একদিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৪ জুন।
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৫/শরীফ