ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। তবে এখনো ক্রিকেট মাঠে দেখা যায় এ কিংবদন্তি স্পিনাকে। তবে খেলোয়াড় হিসেবে নয়, একজন ধারাভাষ্যকার হিসেবে। ক্রিকেট মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করার পাশাপাশি বিভিন্ন উদ্ভট কর্মকাণ্ডে খবরের শিরোনাম হয়েছেন বহুবার। বলা হচ্ছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের কথা। সেই শেন ওয়ার্ন এবার খবরের শিরোনাম হলেন এক পর্ন তারকাকে নিয়ে টুইট করে।
টুইট করা ওই পর্ন তারকার নাম জেনা জেমসন। বেশ কিছুদিন ধরে এই পর্নস্টার শেন ওয়ার্নকে টুইটারে ফলো করে। এ বিষয়টি নজরে আসার পরেই শেন ওয়ার্ন তাকে নিয়ে টুইটারে লেখেন, ‘জেমসন ধন্যবাদ তোমাকে আমাকে ফলো করার জন্যে। আমি তোমার একজন ভক্ত। আশা করি তোমার নগ্ন ছবি পাবো আরো।’
অন্যদিকে, জেনা জেমসনও কম যান না। শেন ওয়ার্নের টুইটটা নিজের টুইটারে শেয়ার করে জেমসন বলেন, ‘অসংখ্য ধন্যবাদ। আমি ওইটা করতেই ভালোবাসি।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৫/মাহবুব