যে দল তাতে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের অবস্থান লিগে সম্মানজনক স্থানে থাকার কথা নয়। অনেকে বলেছিলেন মোহামেডানের পাঁচে থাকাটাই মুশকিল হবে। না, যা ভাবা হয়েছিল তা অনেকটা ভুল প্রমাণিত করে চলেছে সাদা-কালোরা। একেবারে নবীন খেলোয়াড়দের নিয়ে মোহামেডান ফেডারেশন কাপে সেমিফাইনালে উঠে। লিগেও একেবারে খারাপ খেলছে না। আগের আট ম্যাচে শেখ রাসেল ও ব্রাদার্সের কাছে হার। ফেনী সকার ও শেখ জামালের বিপক্ষে ড্র করে। ১০ পয়েন্ট হারানোর ফলে তাদের শিরোপা রেসে থাকার কথা নায়। কিন্তু এবার লিগে পয়েন্ট হারানোর যেন হিড়িক পড়ে গেছে। শীর্ষে থাকা শেখ জামাল ৭, শেখ রাসেল ৮ ম্যাচে ৮, ঢাকা আবাহনী আবার ৯ ম্যাচে ১০ পয়েন্ট নষ্ট করেছে। তিন ফেবারিট দলের যখন এই অবস্থা তখনতো মোহামেডানের পারফরম্যান্সকে কোনোভাবে খারাপ বলা যাবে না। গতকাল তারা রহমতগঞ্জকে হারিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। ৯ খেলায় ১৭, আবাহনী ও ব্রাদার্সের সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাদা-কালোরা।
এবার বিগ বাজেটের দলগুলো গোলের দেখা পাচ্ছে না তেমনভাবে কিন্তু লিগে এনিয়ে মোহামেডান দ্বিতীয় বারের মতো ৫ গোলে জিতল। লিগে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান ৫-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে বিধ্বস্ত করে। কালও আবার গোল উৎসবে মেতে উঠেছিল ঐতিহ্যবাহী দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ খেলায় মোহামেডান ৫-০ গোলে রহমতগঞ্জকে পরাজিত করে।
রহমতগঞ্জ যে মানের দল গড়ুক না কেন তারা আবার বড় দলকে বেশ দুশ্চিন্তায় রাখে। ঢাকা আবাহনীর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল। সুতরাং ম্যাচ নিয়ে কিছুটা টেনশনে ছিল মোহামেডান। শক্তিশালী দল গড়া অবস্থায় ড্র নয় রহমতগঞ্জের কাছে হারেও রেকর্ড রয়েছে মোহামেডানের। তরুণদের নিয়ে সাদা-কালোরা কাল এতটা ভালো খেলবে তারা কেউ ভাবতে পারেনি। আর রহমতগঞ্জের বিপক্ষে মোহামেডানের বড় ব্যবধানের জয়ের রেকর্ড তেমন নেই বললে চলে। অথচ স্মরণকালের দুর্বল দল নিয়ে মাঠে নেমেও মোহামেডান কাল রহমতগঞ্জকে নিয়ে ছেলেখেলা খেলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ম্যাচই নিয়ন্ত্রণে রেখেছিল মোহামেডান। তারপরও গোল পেতে ২৪ মিনিট অপেক্ষা করতে হয়েছে। ২৪ ও ২৬ মিনিটে বাঙ্গুরা দুটো গোল করেন। ৩০ মিনিটে জুয়েল রানা জালে বল পাঠালে প্রথমার্ধে মোহামেডান ৩-০ গোলে এগিয়ে। ৭৩ মিনিটে সবুজ ব্যবধান করেন ৪-০ তে। এরপর ৮৭ মিনিটে বাঙ্গুরা গোল দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। লিগে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে মুক্তিযোদ্ধার অগাস্টিন হ্যাটট্রিক করেন। ৯ গোল দিয়ে বাঙ্গুরা এখন সর্বোচ্চ গোলদাতা। চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে মোহামেডান। এ ম্যাচে জিতলে সাদা-কালোরাও ভালোভাবে শিরোপা রেসে ফিরবে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ৩-১ গোলে ফেনী সকারকে পরাজিত করে। বিজয়ী দলে ওয়ালসন ২ ক্রেস্টার ১ ও ফেনীর বিদ্যুৎ সান্ত্বনা সূচক গোলটি করেন।
শিরোনাম
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
- ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০
- এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
- ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল
- হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা
- জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩ দল
- ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে দাম কমার আশা
- প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড, দ্রুততম মানবী সুমাইয়া
- ঢাকা ওয়াসার আর্থিক বিবরণী ও হিসাব নিরীক্ষার জন্য কমিটি গঠন
- জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
- অজিদের লজ্জায় ডুবিয়ে সিরিজ ঘরে তুললো দক্ষিণ আফ্রিকা
- শরীয়তপুরের পদ্মা-মেঘনায় ভরা মৌসুমেও নেই ইলিশ
বাঙ্গুরার হ্যাটট্রিকে বড় জয় মোহামেডানের
মোহামেডান ৫ : ০ রহমতগঞ্জ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর