শারীরিকভাবে দেখতে বিশাল, চেহারাতে আছে অনেকটা গুন্ডা গুন্ডা ভাব, ব্যাট হাতে কোনো বোলারের সামনে দাঁড়ালে ভয়ে কাঁপতে থাকেন বোলার। কারণ তার আক্রমণাত্মক ব্যাটিং। প্রতিপক্ষ বোলারদের মাঠের বাইরে আছড়ে ফেলতে তার নেই কোন জুড়ি। সেই ক্রিজ গেইল এবার ভারতে গিয়ে পেটালেন দেশটির জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংকে!
আপাতদৃষ্টিতে মনে হবে এমনটাই কিন্তু আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু এবং দিল্লি ডেয়ার ডেভিলসের মধ্যকার খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়ার পর মাঠেই যুবরাজকে মারার ভান করে মশকরা করেন গেইল।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৫/মাহবুব