পল পিটারসন। ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের আরিজোনায় জন্ম। ছেলেবেলা থেকে গলফ খেললেও পেশাদার গলফার হতে তার সময় লেগেছে দীর্ঘদিন। ২০১২ সালে পেশাদার গলফার হিসেবে নাম লেখান। তবে এরপর থেকেই তার নাম ছড়াতে থাকে। বিশেষ করে এশিয়ান ট্যুর টুর্নামেন্টে প্রথম সারির একজন গলফারে পরিণত হন তিনি। ২০১৪ সালে এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে ২২ নম্বরে থাকলেও চলতি বছরে এরই মধ্যে নিজেকে তুলে এনেছেন ৭ নম্বরে। গত প্রায় পাঁচ মাসে আয় করেছেন ১ লাখ ৫৪ হাজার ৫৫ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ টাকা!)। দিন কয়েক পরই শুরু হচ্ছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন। বসুন্ধরা গ্রুপের স্পন্সরে প্রথমবারের মতো দেশে আয়োজিত এ পেশাদার গলফ টুর্নামেন্টে পল পিটারসন একজন কঠিন প্রতিপক্ষ হতে পারেন বাংলাদেশের গলফারদের। সিদ্দিকুর রহমান, জামাল হোসেন মোল্লা, দুলাল হোসেন কিংবা সজীব আলীদের মতো গলফারদের কঠিন সমস্যায় ফেলতে পারেন পল পিটারসন। ২০১২ সালে ডাকোটা ট্যুরের ওয়েস্টার্ন প্রিন্টিং প্রো-অ্যাম টুর্নামেন্ট জিতে অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন এ মার্কিন গলফার। এবার বসুন্ধরা বাংলাদেশ ওপেনেও হয়ত জ্বলে উঠার অপেক্ষায় আছেন পল পিটারসন!