হযরত শাহজালাল অান্তর্জাতিক বিমানবন্দরে নেমেই সরাসরি হোটেল সোনারগাঁয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট দল। এখন তারা সেখানেই অবস্থান করছে। এর আগে আজ সকাল ৮টা ৫৫ মিনিটে কলকাতা থেকে জেট এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে চড়ে বিমানবন্দরটিতে অবতরণ করে টিম ইন্ডিয়া। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ৯টা ৪০ মিনিটে রওনা দিয়ে ১০টা ২০ মিনিটে টিম হোটেলে পৌঁছায় কোহলির নেত্বতাধীন ভারতীয় দল।
হোটেলে প্রবেশের আগে টিম ইন্ডিয়াকে বহনকারী বাস থেকে প্রথমে নেমে আসেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। এরপর একে একে নেমে আছেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও হরভজন সিংরা।
এদিকে, সোনারগাঁও হোটেলে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর আড়াইটায় মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে নামবে ভারতীয় দল। অন্যদিকে, একই সময়ে নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ভারতের স্কোয়াডটি হচ্ছে বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অ্যারন, লোকেশ রাহুল ও ইশান্ত শর্মা।
উল্লেখ্য, ১০ জুন থেকে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ১৮, ২১ ও ২৪ জুন ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির একদিনের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিডি-প্রতিদিন/ ৮ জুন ২০১৫/শরীফ