কয়েকদিন ধরে ভারতে ম্যাগি নিয়ে চলছিল তুমুল আলোচনা। আর তার আঁচ নাকি লেগেছে শ্রীলঙ্কায়ও। কারণ ম্যাগি ব্যানের পর নিজের ম্যাগি হেয়ার কেটে ফেলেছেন লসিথ মালিঙ্গা। বর্তমানে হাজার হাজার ফেসবুক ব্যবহারকারীর ওয়ালে দেখা যাচ্ছে লাসিথ মালিঙ্গার একটি ছবি। যেখানে মালিঙ্গার গোল্ডেন ম্যাগি হেয়ার আর নেই। আছে কুচ কুচে কালো চুল।
সামাজিক যোগাযোগের সাইটে যে ছবিটি রয়েছে তাতে মালিঙ্গার ২টি লুক দেখা যাচ্ছে। একটিতে গোল্ডেন ম্যাগি হেয়ারে চিরাচরিত মালিঙ্গা। আর অন্যটিতে ম্যাগি হেয়ার কেটে ফেলা কুচকুচে কালো চুলের মালিঙ্গা। ফেসবুক থেকে দেদার শেয়ার হচ্ছে এই ছবি। ১ লক্ষেরও বেশি লাইক পেয়েছে ছবিটি।
তবে সত্যি সত্যি ম্যাগি কাণ্ডের জেরে মালিঙ্গা ম্যাগি হেয়ার বদলে অন্য স্টাইল ধরেছেন নাকি এটা ফটোশপের কারসাজি সে ব্যাপারে অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ০৮ জুন, ২০১৫/ রশিদা