বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক হারের পর ব্রাজিল দলের দায়িত্ব নেন কার্লোস দুঙ্গা। এরপর টানা ৮ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে নেইমারের ব্রাজিল। রবিবার মেক্সিকোকে ২-০ গোলের হারিয়ে সংখ্যাটা এখন দাঁড়িয়েছে নয়ে। যদিও উয়েফা চ্যাম্পিয়ন লীগের ফাইনাল ম্যাচ খেলার কারণে এ ম্যাচে মাঠে ছিলেন না ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। অবশ্য তার অনুপস্থিতি টের পাননি কোচ ডুঙ্গা। কারণ ফিলিপ কৌতিনহো ও দিয়াগো তারদেল্লির দুরন্ত পারফর্মে জয় তুলে নিয়েছে ব্রাজিল।
রবিবার রাতে ব্রাজিলের সাও পাওলোতে ম্যাচের দুটি গোলই হয় প্রথমার্ধে। ম্যাচের ২৭ মিনিটে ফিলিপে কৌতিনিয়োর গোলে এগিয়ে যায় ব্রাজিল। লিভারপুলের মিডফিল্ডার কৌতিনিয়োর এটাই দেশের পক্ষে প্রথম গোল। এর নয় মিনিট পরে ফরোয়ার্ড দিয়েগো তারদেল্লির গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে দু'দলই গোল করতে ব্যর্থ হলে ওই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দুঙ্গার শিষ্যরা।
আগামী ১৪ জুন লাতিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকা টুর্নামেন্টে মাঠে নামবে ব্রাজিল। তার আগে অবশ্য বুধবার হন্ডুরাসের বিপক্ষে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দুঙ্গার শিষ্যরা।
কোপা আমেরিকায় ব্রাজিলের প্রতিপক্ষ পেরু, কলম্বিয়া ও ভেনেজুয়েলা। ১৪, ১৮ ও ২১ জুন তিনটি ম্যাচে মাঠে নামবেন নেইমার-অস্কাররা।
বিডি-প্রতিনিধি/০৮ জুন, ২০১৫/মাহবুব