লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ এই তিন ত্রয়ীর দুর্দান্ত পারফরমেন্স ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে দ্বিতীয়বারের মত ট্রেবল জিতেছে লুইস এনরিকের বার্সেলোনা। স্পেনের এই ক্লাবে আর্জেন্টিনা-ব্রাজিল সুপারস্টাররের স্বরূপ উপস্থিতির কারণে বিশ্বসেরা এই ক্লাবের সমর্থক অগণিত। তাই তো প্রিয় দলের খেলা দেখতে এবার বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতেও দেখা গেলো এক বাংলাদেশী সমর্থককেও।
বার্সেলোনায় বসবাস করা বাংলাদেশী ওই প্রবাসীর নাম ‘মুন্না’। বার্সেলোনার ট্রেবল জয়ের আনন্দ উদযাপন দেখতে জড়ো হয়েছিলেন ক্যাম্প ন্যুতে। সেখানেই ওড়ালেন বাংলাদেশের পতাকা।
এর আগে তিনটি ট্রফি নিয়ে বার্সেলোনার রাস্তা প্রদক্ষিন করে বার্সেলোনা। এরকম অনেক বাংলাদেশী বার্সেলোনা সমর্থক উপস্থিত হয়েছিলেন বার্সেলোনার ট্রফি জয়ের শোভাযাত্রা অনুষ্ঠানে। গতমাসে চেলসির মাঠেও এক বাংলাদেশী নাগরিককে প্লা-কার্ড হাতে দেখা গিয়েছিল। বাঙালিদের মনে ফুটবল যে এখনো অনেক জায়গা জুড়ে আছে সেটার প্রমাণ হিসেবে এগুলোকে এয়া যেতেই পারে।
বিডি-প্রতিনিধি/০৮ জুন, ২০১৫/মাহবুব