কিরগিজিস্তান ফুটবল দল আজ ঢাকায় আসছে। ২০১৮ বিশ্বকাপ ফুটবলে এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে লড়াইয়ে তারা ১১ জুন বাংলাদেশের মুখোমুখি হবে। বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। আজ আসলেও কিরঘিজস্তান কাল অনুশীলনে নামবে। আগের শিডিউল অনুযায়ী ম্যাচ বিকাল ৩টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাফুফে ফিফার কাছে অনুরোধ রেখে সময় পরিবর্তন করেছে। ১৬ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একই সময়ে তাজিকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে অপর দুটো দল রয়েছে জর্ডান ও অস্ট্রেলিয়া। ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ছাড়াও বেশ কটি আন্তর্জাতিক প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তারপরও মাঠের অবস্থা দেখে বিদেশিদলগুলো অসন্তোষ প্রকাশ করছে। বিশ্বকাপ বাছাইপর্ব ফুটবলে গুরুত্বপূর্ণ আসর। সুযোগ-সুবিধার মান নিয়ে ফিফা রিপোর্ট তৈরি করে। বাফুফের উচিত ছিল বাছাই পর্বের জন্য মাঠের পরিচর্চা করা। কিন্তু লাগাতার ম্যাচ হওয়ার কারণে তা গুরুত্ব দিতে পারেনি। প্রেসবক্সে অবস্থাও আন্তর্জাতিক মানের নয়। ভিআইপির বঙ্গুলোও অযত্নে পড়ে আছে। ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতিম্যাচের জন্য উন্নত মানের ড্রেসিং রুম করা হয়। কিন্তু রুম ব্যবহার না করাতে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এখন বাছাইপর্ব ম্যাচ খেলতে এসে বিদেশি দলগুলো নাখোশ হয় কিনা সেটাই চিন্তার বিষয়। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, কিছু সমস্যা রয়েছে। কিন্তু দলগুলো আপত্তি তুলবে এমন অব্যবস্থাপনায় আমরা বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজন করছি না।