ব্যক্তিগত কাজে-কর্মে সমস্যা হয়। তাই দায়িত্ব পালন করতে চাচ্ছিলেন না সুজন। সমস্যার কথা জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কিন্তু বিসিবি তার অনুরোধ রক্ষা করেনি। বরং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনুরোধ করেন ভারতের বিপক্ষে সিরিজে তিনি যেন বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ইচ্ছা না থাকা সত্ত্বে¡ও সভাপতির অনুরোধে ভারত সিরিজে টাইগারদের দায়িত্ব গ্রহণ করেন। একদিন কাজও করেন নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে। কিন্তু ২৪ ঘণ্টা পার হয়নি। তার আগেই ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দেন সুজন। গত পরশু বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ ম্যানেজারের দায়িত্ব পালন করার অনীহা জানিয়ে চিঠি লিখেন বিসিবি সভাপতিকে। কাল দুপুরে বোর্ড পরিচালকদের সভায় এ নিয়ে আলোচনা হয় এবং তাকে সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করে। বোর্ডের অনুরোধে পূর্ব অবস্থান থেকে সরে আসেন মাহমুদ। ফলে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে নতুন ম্যানেজার দেখা যাচ্ছে না। খালেদ মাহমুদ সুজনই ম্যানেজার থাকছেন। সে সঙ্গে শেষ হয়েছে পাঁচ ঘণ্টা স্থায়ী একটি গুমট পরিবেশেরও।
বর্ণময় চরিত্র খালেদ মাহমুদের। যখন ক্রিকেট খেলতেন, তখন সবাইকে এক করেই খেলতেন। ক্রিকেট ক্যারিয়ারে অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের অধিনায়ক ছিলেন। এরপর জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। জেমি সিডন্সের সঙ্গে বনিবনা না হওয়ায় সরে দাঁড়ান। এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারও ছিলেন। এখন বিসিবির নির্বাচিত পরিচালক। এর আগে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ছিলেন। ব্যক্তিগত কাজের অজুহাতে সেখান থেকেও সরে দাঁড়িয়েছিলেন। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দল কঠিন সময় পার করছিল, তখন ভারত সিরিজে ম্যানেজারের দায়িত্ব পালন করেন খালেদ মাহমুদ। বিশ্বকাপেও তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করেন।
শিরোনাম
- বরিশালে ইন্টার্ন চিকিৎসকের ২৪ ঘন্টার আল্টিমেটাম, শিক্ষার্থীদের ক্লাস বর্জন
- প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- যশোরে ভাবিকে ধর্ষণের চেষ্টা, দেবর গ্রেফতার
- মিয়ানমারে ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের ঘোষণা জান্তার
- হরিণের সঙ্গে ধাক্কা, প্রাক্তন বিশ্ব সুন্দরী সেনিয়া অ্যালেক্সান্ড্রোভার মর্মান্তিক মৃত্যু
- যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যেসব বিষয়ে ছাড় দিতে হবে, জানালেন ট্রাম্প
- দোতরা হারালেও থেমে নেই আমজাদ বয়াতির গান
- ‘সুপারম্যান’-এর খলনায়ক টেরেন্স স্ট্যাম্প আর নেই
- কারাগারে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল
- রোকেয়া স্মৃতিকেন্দ্রে মনোহর সেঞ্চুরি প্ল্যান্ট, দর্শনার্থীদের আকর্ষণ
- বরিশাল মেডিকেলে মারধর: হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু ২৪ আগস্ট
- ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- পিএসসির সামনে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের অবস্থান কর্মসূচি
- চাঁদপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- ঘুমধুম সীমান্তে আরাকান আর্মি সন্দেহে আটক ২, স্বীকারোক্তি একজনের
- পঞ্চগড়ে মৎস্য সপ্তাহ উদ্বোধন, সচেতনতার আহ্বান
- গোপালগঞ্জে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত
- মোংলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- কুষ্টিয়ায় নিখোঁজের পরদিন ভ্যানচালকের মরদেহ উদ্ধার
সুজনই ম্যানেজার থাকছেন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর