ব্যক্তিগত কাজে-কর্মে সমস্যা হয়। তাই দায়িত্ব পালন করতে চাচ্ছিলেন না সুজন। সমস্যার কথা জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কিন্তু বিসিবি তার অনুরোধ রক্ষা করেনি। বরং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনুরোধ করেন ভারতের বিপক্ষে সিরিজে তিনি যেন বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ইচ্ছা না থাকা সত্ত্বে¡ও সভাপতির অনুরোধে ভারত সিরিজে টাইগারদের দায়িত্ব গ্রহণ করেন। একদিন কাজও করেন নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে। কিন্তু ২৪ ঘণ্টা পার হয়নি। তার আগেই ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দেন সুজন। গত পরশু বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ ম্যানেজারের দায়িত্ব পালন করার অনীহা জানিয়ে চিঠি লিখেন বিসিবি সভাপতিকে। কাল দুপুরে বোর্ড পরিচালকদের সভায় এ নিয়ে আলোচনা হয় এবং তাকে সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করে। বোর্ডের অনুরোধে পূর্ব অবস্থান থেকে সরে আসেন মাহমুদ। ফলে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে নতুন ম্যানেজার দেখা যাচ্ছে না। খালেদ মাহমুদ সুজনই ম্যানেজার থাকছেন। সে সঙ্গে শেষ হয়েছে পাঁচ ঘণ্টা স্থায়ী একটি গুমট পরিবেশেরও।
বর্ণময় চরিত্র খালেদ মাহমুদের। যখন ক্রিকেট খেলতেন, তখন সবাইকে এক করেই খেলতেন। ক্রিকেট ক্যারিয়ারে অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের অধিনায়ক ছিলেন। এরপর জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। জেমি সিডন্সের সঙ্গে বনিবনা না হওয়ায় সরে দাঁড়ান। এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারও ছিলেন। এখন বিসিবির নির্বাচিত পরিচালক। এর আগে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ছিলেন। ব্যক্তিগত কাজের অজুহাতে সেখান থেকেও সরে দাঁড়িয়েছিলেন। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দল কঠিন সময় পার করছিল, তখন ভারত সিরিজে ম্যানেজারের দায়িত্ব পালন করেন খালেদ মাহমুদ। বিশ্বকাপেও তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করেন।
শিরোনাম
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
সুজনই ম্যানেজার থাকছেন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর