বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বিতর্কিত অ্যাম্পায়ারিংয়ে বাংলাদেশ হেরে যায় ভারতের কাছে। এরপর আবার নিয়ম ভেঙে ফাইনালে আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালকে ট্রফি বিতরণ থেকে বঞ্চিত করা হয়। এ নোংরামিটা হয় মূলত আইসিসি চেয়ারম্যান ভারতের শ্রীনিবাসনের নির্দেশে। দেশে ফিরে অন্যায় প্রতিবাদ জানিয়ে আইসিসি থেকে সরে দাঁড়ান মুস্তফা কামাল। দুটো ঘটনায় ভারতীয় ক্রিকেট দলের ওপর ক্ষুব্ধ হয়ে পড়েছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। অনেকে শঙ্কিত ছিলেন এই অবস্থায় জুনে বাংলাদেশে সফর না বাতিল করে ভারত। না, আগের সেই উত্তেজনা নেই। ভারতীয় ক্রিকেটবোর্ড সভাপতি জগমোহন ডাল মিয়ার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। আইপিএল ফাইনাল দেখতে আ হ ম মুস্তফা কামালকে নিমন্ত্রণ করেন ডাল মিয়া। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও ফাইনাল দেখতে যান। কলকাতায় ডাল মিয়ার সঙ্গে মুস্তফা কামাল দেখা করলে ভারতীয় বোর্ড সভাপতি নিশ্চয়তা দেন পূর্ণ শক্তি নিয়ে তার দেশ বাংলাদেশ সফরে আসবে।
গতকাল ১টি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ঢাকায় এসেছে। বিকালে কোহলিরা মিরপুরে অনুশীলনও করেন। দলের সঙ্গে ডাল মিয়া না এলেও কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা গতকাল জানিয়েছে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ডাল মিয়া উপহার হিসেবে পাঠিয়েছেন শাড়ি ও গীতাঞ্জলি। শাড়ি পাচ্ছেন বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রীও। একই সঙ্গে ভারতীয় বোর্ড সভাপতি বিসিবি কর্মকর্তাদের জন্য কিছু উপহার পাঠান। আনন্দ বাজার উল্লেখ করেছে এসব উপহার পাঠানো হয়েছে বিসিসি আইয়ের সভাপতি ডাল মিয়ার দফতর থেকেই।