প্যারিসের দর্শকদের হতাশ করলো ফ্রান্স। রবিবার বেলজিয়ামের কাছে ৩-৪ গোলে হেরে গেল ফরাসিরা। প্রীতিম্যাচ হলেও এ পরাজয় ফরাসিদের জন্য মর্যাদাহানিরই। ইডেন হ্যাজার্ড-ফেল্লাইনিদের কাছে একরকম নিঃশর্ত আত্মসমর্পণই করতে যাচ্ছিল লরিসরা। তবে ৩-০ গোলে পিছিয়ে পড়া দলকে উদ্ধার করতে ছুটে আসেন ফ্রান্সের ভালবুয়েনা, ফেকির এবং পায়েট। তিনজনেই একটি করে গোল করেন। তবে ততোক্ষণে ফেল্লাইনির দুই গোল এবং নাইনগোলান ও হ্যাজার্ডের গোলে জয় নিশ্চিত করে নিয়েছে বেলজিয়াম। নেইমারহীন ব্রাজিল প্রীতিম্যাচে মেক্সিকােকে ২-০ গোলে হারিয়েছে।