নরওয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতিম্যাচে ড্র করেছে সুইডেন। তবে এশিয়ার দেশ জাপান ১-০ গোলে জয় পেয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে।
নরওয়ে-সুইডেন ম্যাচে দুই অর্ধে মিলেও গোলের দেখা পায়নি কোনো পক্ষ। তবে রিয়াল মাদ্রিদের তারকা মার্টিন ওডেগার্ডের ফুটবল নৈপুণ্য দেখেছেন ক্রীড়াপ্রেমীরা। কম যাননি প্যারিস সেইন্ট-জারমেইনের ফরোয়ার্ড ইব্রাহিমোভিচও। তবে অসলোতে সব ছাপিয়ে নজর কেড়েছেন মার্টিন। সারা ম্যাচজুড়ে সুযোগ পেয়েছিল দু'দলই। কিন্তু তা কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা। তাই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে উভয় দলকে।
এদিকে ইকুয়েডরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্যামেরুন। ৩টি গোল করেছেন এনগানামৌট। একটি করে গোল করেছেন এম. গোনো, মানি ও অনগুয়েন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ৩-১ গোলে অস্ট্রেলিয়াকে এবং জাপান ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে।
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ