কলকাতার বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ না পেয়ে বিমানবন্দরের ভিতরে আধা ঘণ্টার উপর স্রেফ ঘুরে বেড়াতে হল বিরাট কোহলির ভারতীয় টিমকে! এ সময় পছন্দের ক্রিকেট তারকাদের কাছে পেয়ে অনেকেই নাকের ডগায় এগিয়ে দেন অটোগ্রাফের খাতা। ভিড়ের মধ্যে কেউ আবার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়েন। এ পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে টিম ম্যানেজমেন্ট। অবশেষে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের অনুমতি পায় কোহলিরা!
সোমবার ভোর ৬টার ঘটনা। বাংলাদেশ যাত্রার লক্ষ্যে কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে একটু আগেভাগেই পৌঁছেছিল টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক উড়ান বলে দেরি করে কোন ঝুঁকি নিতে চাননি। কিন্তু বিমানবন্দরে এসেই পড়েন বিপাকে। তাদের বসার মতো কোন ব্যবস্থাই ছিল না সেখানে। এ দিন জেট এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশে আসার কথা ছিল বিরাটদের। কিন্তু বিমানবন্দরে ঢুকে তারা জানতে পারেন, বিশেষ লাউঞ্জ বলতে সেখানে কিছু নেই। একটাই আছে। সেটাতে থাকতে গেলে গুণতে হবে টাকা!
এ নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কারও কারও সঙ্গে বিমান কর্তৃপক্ষের কারও কারও তর্ক বেঁধে যায়। বাংলাদেশে পৌঁছে সন্ধ্যায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের কেউ কেউ অভিযোগ করেন, লাউঞ্জ যে ওখানে পাওয়া যাবে না, সেটা তাদের আগে জানায়নি জেট। এটাও বলেনি যেটা আছে, সেটা নিতে হবে টাকা দিয়ে। বলা হচ্ছে, ক্রিকেটারদের লাউঞ্জে নিয়ে যেতে না পারলে তাদের ঘুরে বেড়াতে হত। নিরাপত্তা বড়সড় সঙ্কটে পড়ে যেত। ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আরও অভিযোগ করা হচ্ছে যে, জেটকে জিজ্ঞেস করা হয়েছিল টাকা কেন নেওয়া হচ্ছে? কেন সেটা দিতে হবে?
জেট এয়ারওয়েজের পক্ষ থেকে রাতের দিকে তাদের মুখপাত্র বলেন, কলকাতার ভিআইপি লাউঞ্জ ব্যবহার করার অনুমতি দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। জেটের এখানে কিছু করার ছিল না। বোর্ডের অনুরোধে পরে ভারতীয় টিম লাউঞ্জ পায়। যার উত্তরে আবার টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, লাউঞ্জ পেয়েছে ঠিকই, কিন্তু টাকা দিয়ে। পঞ্চাশ হাজার দিয়ে তবেই পেয়েছে।
তথ্যসূত্র: আনন্দবাজার
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ