নিয়মের বাইরে বেশি নগদ অর্থ সাথে নেওয়ায় বিমানবন্দরে রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর মাকে আটক করা হয়। গত মাসের শেষ দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে স্পেনের একটি গণমাধ্যম। এর জন্য তাকে জরিমানাও দিতে হতে পারে।
পর্তুগালে যাওয়ার সময় মাদ্রিদ বিমানবন্দরে ৫৫ হাজার ইউরোসহ (৬১ হাজার মার্কিন ডলার) রোনালদোর মাকে আটক করে স্পেনের সিভিল পুলিশ। স্প্যানিশ পত্রিকা 'এল মুন্ডো' জানায়, কেন নিজের সঙ্গে এতো ইউরো রেখেছিলেন তার সঠিক উত্তর দিতে পারেননি রোনালদোর মা ডোলোরস অ্যাভিয়েরো।
ওই পত্রিকা আরো জানিয়েছে, অ্যাভিয়েরোর কাছে পাওয়া অর্থ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে ৬শ' ইউরো জরিমানা দিয়ে ওই অর্থ ফেরত নিতে পারবেন তিনি।
স্পেনের মানি লন্ডারিং আইন অনুযায়ী কোনো যাত্রী ১০ হাজার ইউরোর বেশি নগদ অর্থ সঙ্গে নিতে পারবেন না।
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ