ফতুল্লার পিচ দেখে বিস্মিত বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহ। টাইগার কোচ বলেন, ফতুল্লার পিচ অনেকটাই গতানুগতিক। উইকেটে কিছুটা ঘাস আছে। আমার কাছে এই ধরনের পিচ একদম নতুন। এই পিচ থেকে পেস বোলাররা খুব একটা সুবিধা পাবে না।
সাড়ে ৫ বছর পর আগামীকাল নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট।
খেলার আগের দিন উইকেটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও ফতুল্লার পিচ দেখে সিদ্ধান্তহীনতায় ভুগছেন কোচ হাথুরুসিংহ। তবে শেষ পর্যন্ত তারা দেখবেন বলে মন্তব্য করেন তিনি। টাইগার কোচ বলেন, বাংলাদেশ এখন সবসময় জয়ের জন্যই খেলে। ভারতের ক্রিকেট দল অনেক শক্তিশালী হলেও বাংলাদেশ এখন তাদের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। বাংলাদেশের অনেক ভালো খেলার সুযোগ আছে। দুই দলের মধ্যে দূরত্বও অনেকটা কমে এসেছে।
কোচের সঙ্গে একমত পোষণ করে অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, এই পিচ দেখে উইকেটের বিষয়ে আগেই কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।
এই গরমে পিচে পেস বোলাররা সুবিধা পাবেন না বলে তিনিও মনে করেন। তবে খেলায় জেতার বিষয়ে আশাবাদী মুশফিক বলেন, আগামীকালের খেলায় জিততে হলে ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে।
মুশফিক বলেন, বাংলাদেশের যে বোলিং লাইন আছে তাতে ভারতকে ২বার অলআউট করার ক্ষমতা তারা রাখেন। আগামীকালের ম্যাচে জিততে না পারলেও অন্তত ড্র করবেন।
আগামীকাল খেলায় তিনি উইকেট কিপিং নাও করতে পারেন। সেক্ষেত্রে তার পরিবর্তে এর দায়িত্ব নিবেন লিটন কুমার দাস।
ম্যাচের আগের দিনে ফতুল্লায় অনুশীলনে ব্যস্ত রয়েছে দুই দলই। সকালের সেশনে বাংলাদেশ এবং দুপুর দেড়টা থেকে অনুশীলন করে ভারতীয় দল। আজকের অনুশীলন ছিলো বাংলাদেশের জন্য ঐচ্ছিক। এতে ১৪ জনের মধ্যে শুধু ৮জন খেলোয়াড় অংশ নিয়েছেন।
সাকিব আল হাসান, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, রাজু, রুবেল, শহীদ আজ অনুশীলনে আসেননি।
২০০৬ সালে বাংলাদেশ ক্রিকেট টিম অস্টেলিয়ার বিপক্ষে প্রথম নারায়ণগঞ্জের ফতুল্লায় টেস্ট ক্রিকেট খেলেছিলো। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৭টি টেস্ট ম্যাচের একটিতে ড্র করেছে বাংলাদেশ আর বাকি ৬ বারই ভারতের জয়।
একমাত্র টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। সবশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে মাঠে নেমেছিলো টাইগাররা। সে ম্যাচে ১০ উইকেটের জয় ছিলো ভারতের। তবে এখন নতুন এক পরিবর্তিত দল নিয়ে সিরিজ শুরু করছে হোস্ট বাংলাদেশ। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার মতো সামর্থ্য এখন টাইগারদের রয়েছে বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। যদিও ইনজুরি সমস্যা টাইগারদের তাড়িয়ে বেড়াচ্ছে, তারপরও ভারতের বিপক্ষে ভালো কিছু করবেন বলে বিশ্বাস টাইগার অধিনায়কের।
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ