বাংলাদেশের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে গতকাল সকালে ঢাকায় পৌঁছে ভারতীয় ক্রিকেট দল। অার ঢাকা পৌঁছে দুপুরে একটু বিশ্রাম নিয়েই অনুশীলনের জন্য মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলে গিয়েছিল তারা। টিম ইন্ডিয়ার সঙ্গে ছিলেন দলটির পরিচালক সাবেক লেজেন্ডারী ক্রিকেটার রবি শাস্ত্রীও। কাল দুপুরে সেখানে ছিলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। ফলে সৌভাগ্যক্রমে রবি শাস্ত্রীর সঙ্গে দেখা হয়ে যায় তার।
দেখা হওয়া মাত্রই কুশল-বিনিময়টা সারতে ভুল করেননি মাশরাফি। আর রবির সঙ্গে সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের অফিসিয়াল পেজে শেয়ারও করেছেন মাশরাফি।
বিডি-প্রতিদিন/৯ জুন ২০১৫/শরীফ