মিডিয়া বক্সে ওপর থেকে উইকেট দেখলে চমকে উঠতেই হয়। সেন্টার উইকেট সবুজ ঘাসে আচ্ছাদিত! বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন সবুজ উইকেট এর আগে আর কখনোই দেখা যায়নি। তাই সংবাদ সম্মেলনে টাইগার কোচ বিস্ময় মাখানো চেহারায় জানালেন, এমন উইকেট তিনি এর আগে দেখেননি। সবুজ ঘাসের উইকেট, অথচ একাদশ সাজাচ্ছেন দুই পেসার দিয়ে! দুই পেসার নিয়ে একাদশ সাজান, কিংবা লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন খেলুন বা রুবেল বাদ পড়ুক তাতে কিছু যায় আসে না। আজকের একাদশের সবচেয়ে বড় বিস্ময় লিটন কুমার দাস। লিটন খেলছেন এবং উইকেটের পেছনে গ্লাভস নিয়ে কিপিংও করবেন। লিটন খেলায় মুশফিক অধিনায়ক হলেও এই প্রথম শুধু খেলছেন ব্যাটসম্যান হিসেবে।
পাকিস্তানের বিপক্ষে খুলনায় কিপিং করার সময় আঙুলে ব্যথা পেয়েছিলেন মুশফিক। সেই ব্যথায় টেস্টের বাকিটা সময় আর গ্লাভস হাতে দাঁড়াননি। অকেশনাল কিপার ইমরুল কায়েশ টেস্টের বাকিটা সময় উইকেটের পেছনে ছিলেন। মিরপুরে অবশ্য কিপিং করেন মুশফিক। কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারেননি। তাই ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে তিনি খেললেও কিপিং করবেন লিটন। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সে রকমই ইঙ্গিত দেন টাইগার টেস্ট অধিনায়ক, 'আমি যদি কিপিং করতে না পারি, তাহলে দলে আরও একজন কিপার রয়েছেন। তার পক্ষে কিপিং করার সম্ভাবনা উজ্জ্বল।' অনুশীলনে গত দুদিন ধরে কিপিং করেননি মুশফিক। তখনই নিশ্চিত হয়ে যায় লিটনের অভিষেকের বিষয়টি। তবে একাদশ কেমন হবে এ নিয়ে রহস্যময় আচরণ করছেন টিম ম্যানেজমেন্ট। উইকেটে ঘাস থাকার পরও অনেকেই চাচ্ছেন মোহাম্মদ শহীদকে নিয়ে খেলতে। তাতে একাদশে একমাত্র পেসার হবে শহীদ। নতুন বলে তার সঙ্গী হবেন সৌম্য সরকার। যদি আবুল হাসান রাজু খেলেন, তাহলে দেখা যাবে না লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে। সে ক্ষেত্রে ৮ জন ব্যাটসমান দেখা যাবে একাদশে। তবে আবুল হাসান আর জুবায়েরের মধ্যে কে খেলবেন, এ নিয়ে ঠাণ্ডা লড়াই রয়েছে কোচ চন্ডিকা হাতুরাসিংহে ও নির্বাচক প্যানেলের মধ্যে। প্রধান নির্বাচক চাচ্ছেন, সাত ব্যাটসম্যান দিয়ে একাদশ সাজাতে। কিন্তু কোচ সেদিকে ভ্রূক্ষেপ করছেন না।
একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, আবুল হাসান রাজু, মোহাম্মদ শহীদ, জুবায়ের হোসেন লিখন ও তাইজুল ইসলাম।