শক্তির বিচারে টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেই ভারত ফেবারিট। কিন্তু বাংলাদেশ এবার ঘরের মাঠে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে। কথাগুলো বলছিলেন ভারতীয় ক্রিকেটদলের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। কোহলির নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে ভারত একমাত্র টেস্ট খেলবে। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনটি ওয়ানডে খেলবে। রাহুল ভারতীয় মিডিয়ার সামনে বললেন, টেস্টে ভারত বরাবরই বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেছে। কিন্তু এবারের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। বাংলাদেশ ক্রিকেটে প্রতিটি ডিপার্টমেন্টে দারুণ ইমপ্রুভ করেছে। যার প্রমাণ বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে পাওয়া গেছে। রাহুল বলেন, বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে কি ঘটেছিল তা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু এটা ঠিক পুরো বিশ্বকাপে বাংলাদেশ অসাধারণ খেলেছে। হ্যাঁ, পাকিস্তান দলে শক্তির ঘাটতি থাকলেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার মতো এত খারাপ দল ছিল না। বাংলাদেশ প্রতিটি ক্রিকেটার অবিশ্বাস্য পারফরম্যান্স শো করে টানা তিন ম্যাচ জিতেছে। দ্বিতীয় টেস্টে হারলেও বাংলাদেশ দুর্দান্ত শক্তি প্রদর্শন করেছে। প্রথম টেস্টে তামিম ডাবল সেঞ্চুরি ছাড়াও ইমরুল দক্ষতার স্বাক্ষর রেখেছেন। একমাত্র টি-২০ ম্যাচেও বাংলাদেশ জয় পেয়েছে।
পাকিস্তানের মতো দলকে হোয়াইটওয়াশ করে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। অন্যদিকে বিশ্বকাপের পর ভারত কোনো ম্যাচই খেলেনি। একেতো ঘরে মাঠ তারপর আবার বাড়তি আত্মবিশ্বাস। এই অবস্থায় ভারতকে কঠিন লড়াইয়ে সম্মুখীন হতে হবে। কোহলি বা ধোনিদের মনে রাখতে হবে কোনো ডিপার্টমেন্টে খারাপ করা যাবে না। ভারতের ব্যাটিং লাইন শক্তিশালী হলেও বাংলাদেশ কম যাবে না। বিশেষ করে ১ থেকে ৬ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দুর্দান্ত। আগেও বাংলাদেশের মূল ভরসা ছিল সাকিব। এখন কিন্তু সবাই ভালো খেলে। রাহুল বলেন, বোলিং লাইনে শক্তির বিচার করলে আমি বাংলাদেশকে এগিয়ে রাখব। ভারত ম্যাচ হারবে একথা বলছি না। কিন্তু এবার টেস্ট বা ওয়ানডে সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে। যারা কৌশল খাটিয়ে খেলতে পারবে তারাই বিজয়ের হাসি হাসবে।