বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ। আজ সকাল থেকেই মেঘে ভারী হয়ে ওঠে ফতুল্লার আকাশ। ভারী মেঘের কারণে মাঠে আলোর স্বল্পতা দেখা দেওয়ায় খেলার শুরুতে ফ্লাড-লাইটের আলোতে শুরু করতে হয় ম্যাচ।
২৩.৩ ওভার শেষে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান। ধাওয়ান ৭৪ রানে আর বিজয় ৩৩ রানে অপরাজিত রয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ১১টা থেকে হাল্কা বৃষ্টি এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে ফতুল্লায়।
এরআগে ২০০৭ সালে বৃষ্টির কারণেই ভারতের বিপক্ষে একবার ড্র করতে পেরেছিল বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় দিনটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ ‘ড্র’ করে বাংলাদেশ।