ফতুল্লা খান সাহেব আলী স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি ফের শুরু হয়েছে। বৃষ্টি থামলে বিকাল সাড়ে ৩টায় তা ফের শুরু হয়। এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে বৃষ্টি শুরু হয়ে তা ২টা ৫০ পর্যন্ত অব্যাহত থাকে। এরপর বৃষ্টি থামলে সাড়ে ৩টায় খেলা শুরু হবে বলে জানান আম্পায়াররা।
বৃষ্টিতে ম্যাচ বিঘ্নিত হওয়ার আগে সফরকারী ভারত ২৩.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। ৭৪ রানে নিয়ে ক্রিজে ছিলেন শিখর ধাওয়ান। ৩৩ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছিলেন মুরালি বিজয়।
দলীয় ৭৩ রানের মাথায় তাইজুল ইসলামের বলে শিখর ধাওয়ান ক্যাচ তুলে দিলেও তা তালুবন্দি করতে পারেননি শুভাগত হোম। এর আগে ১৩.২ ওভারে ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলে নেন ধাওয়ান।
এর আগে আজ সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সফরকারী দলের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন মুরালি বিজয় এবং শিখর ধাওয়ান। অধিনায়কের নেওয়া সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করতে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে তারা। টেস্ট হলেও ব্যাট চালান ওয়ানডে স্টাইলে।
উইকেট পাওয়ার আশায় বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম ইতোমধ্যে ৬ জন বোলার ব্যবহার করে ফেলেছেন। পেসার মোহাম্মদ শহীদের সঙ্গে বোলিং ওপেন করেছেন অকেশনাল পেসার সৌম্য সরকার। এরপর শুভাগত হোম, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান এবং জোবায়ের হোসেনকে আক্রমণে এনেও কোনো লাভ হয়নি স্বাগতিকদের।
এদিকে, আজকের ম্যাচে বাংলাদেশের ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের। আজকের ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ৫ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামল টাইগাররা।
শেষ খবর পর্যন্ত ভারত ২৮ ওভার শেষে বিনা উইকেটে ১২৫ রান সংগ্রহ করেছে। শিখর ধাওয়ান ৮২ রান ও মুরালি বিজয় ৪৩ রান নিয়ে ক্রিজে আছেন।
বিডি-প্রতিদিন/ ১০ জুন ২০১৫/শরীফ