হলিউড স্টার মার্ক ওয়ালবার্গ ও জেরার্ড বাটলাদের ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি থাকবে, আর বলিউড বাদশার থাকবে না তা তো হয় না কি? আসলেও তা হয়না। তাইতো আইপিএলের পর এবার সিপিএলেও পা রাখলেন শাহরুখ খান। সিপিএলে কিনলেন একটা ক্রিকেট টিম। কিং খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেন্টমেন্ট তো থাকছেই। সঙ্গে কেকেআর'র অন্যতম কর্ণধার জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতাও সিপিএলের ফ্র্যাঞ্চাইজি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে (টিঅ্যান্ডটি) অর্থ বিনিয়োগ করেছেন।
আগামী ২০ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত চলবে সিপিএলের তৃতীয় আসর। নতুন এই দল নিয়ে দারুণ আশাবাদী শাহরুখ খান। এ বিষয়ে তিনি বলেন, 'সিপিএলের সঙ্গে ক্যারিবিয়ানদের একটা অসাধারণ সূত্র রয়েছে। আমরা আশাবাদী যে আগামী দিনে কেকেআর'র মতোই সফল হবে টিঅ্যান্ডটি।'
২০১২ ও ২০১৪ আইপিএল জয়ী কেকেআর'র ব্র্যান্ডভ্যালু প্রায় ৫০০ কোটি টাকার কাছাকাছি। সবচেয়ে দামি আইপিএল টিম'র তকমা কলকাতার ভাগ্যে। শাহরুখের টিঅ্যান্ডটিতে আছেন ব্রায়ান লারা, জ্যাক ক্যালিস, ডোয়েন ব্র্যাভো, রবি রামপাল, লেন্ডল সিমন্স, সুনীল নারাইন, কিয়েরন পোলার্ড, কামরান আকমলের মতো তারকা ক্রিকেটাররা।
বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৫/শরীফ