বাংলাদেশের বিপক্ষে ফতুল্লা টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান। টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে এটা তার তৃতীয় শতক। ১০০.৯৮ স্ট্রাইক রেটে ১০২ বলে ১৬টি চারের বিনিময়ে এ সেঞ্চুরি করেন তিনি।
২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয় শিখর ধাওয়ানের। এখন পর্যন্ত ১৩ টেস্টের ২৩ ইনিংস খেলেছেন তিনি। তিনটি শতক ছাড়াও টেস্টে তার দুটি অর্ধশতক রয়েছে। টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১৮৭ রান।
এদিকে, শেষ খবর পর্যন্ত ভারত কোনো উইকেট না হারিয়ে ৩৬ ওভার শেষে ১৬৭ রান করেছে।
বিডি-প্রতিদিন/ ১০ জুন ২০১৫/শরীফ