ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৬ ওভার বল করেও একটি উইকেটেরও দেখা পায়নি টাইগাররা। যদিও শিখর ধাওনের ক্যাচটি তালুবন্দি করতে না পারার আক্ষেপ থাকবে শুভাগত হোমের। কারণ ৭৩ রানে সুযোগ পাওয়া সেই শিখর ধাওয়ানের পাশে দিন শেষে জ্বলজ্বল করছে ১৫০ রানের মূল্যবান এক ইনিংস। অপরপ্রান্তে থাকা মুরালি বিজয়ের সংগ্রহ ৮৯ রান। আর এই দুই ওপেনারের ওপর ভর করে বিনা উইকেটে ভারতের রান দাঁড়িয়েছে ২৩৯ রান। আগামীকাল আবারও ব্যাট হাতে নামবেন এই দুই অপরাজিত ব্যাটসম্যান।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিলেন বাঁহাতি ব্যাটসম্যান ধাওয়ান আর প্রান্ত আগলে রাখার দিকেই মনোযোগ ছিল বিজয়ের। বৃষ্টির কারণে প্রায় চার ঘণ্টার জন্য খেলা বন্ধ হওয়ার আগে একমাত্র সুযোগটি পায় বাংলাদেশ। তাইজুল ইসলামের বলে শর্ট মিডউইকেট ক্যাচ দিয়েও বেঁচে যান সে সময় ৭৩ রানে ব্যাট করা ধাওয়ান। ঝাঁপিয়ে পড়লেও সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি শুভাগত হোম চৌধুরী।
সাড়ে এগারোটায় বন্ধ হয়ে সাড়ে তিনটায় খেলা শুরু হলেও ভারতের খেলায় কোনো ছন্দপতন ঘটেনি। ধাওয়ান, বিজয়দের খুব একটা পরীক্ষায় ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। বিক্ষিপ্ত কয়েকটি এলবিডব্লিউর আবেদন ছাড়া আর তেমন কিছু করতে পারেননি তারা। ৪৭ বলে অর্ধশতক হাঁকানো ধাওয়ান দিন শেষে অপরাজিত আছেন ১৫০ রানে। তার ১৫৮ বলের ইনিংসটি গড়া ২১টি চারে।
অন্যদিকে, তৃতীয় সেশনে খেলা শুরুর পর অর্ধশতকে পৌঁছান বিজয়। ৮৯ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যানের বলের ১৭৮ ইনিংসটি সাজানো ৮টি চার ও ১টি ছক্কায়।
বিডি-প্রতিদিন/১০ জনু, ২০১৫/মাহবুব