নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টর প্রথম দিনে বিনা উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেছে ভারত। এদিন ৫৬ ওভার বল করেও কোনো সফলতা পায়নি টাইগার কোনো বোলার। তবে উইকেট না পেলেও অতিরিক্ত কোনো রান না দিয়ে প্রশংসা পেতে পারেন সাকিব-তাইজুল ও শহীদরা।
বৃষ্টি বিঘ্নিত টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৫৬ ওভার। এতে বাংলাদেশি বোলারদের তুলোধুনা করে ধাওয়ান-বিজয় তুলে নিয়েছেন দলের জন্য মূল্যবান ২৩৯ রান। এর মধ্যে শেখর ধাওয়ান একাই করেছেন ১৫০ আর মুরালি বিজয় করেছেন ৮৯ রান।
প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বোলারদের সাফল্য বলতে কিছু নেই। নির্বিষ বোলিংয়ে একের পর এক রান দিয়েই যান তারা। বাংলাদেশের বোলারদের এমন নেতিবাচক দিকের হয়তো অভাব হবে না। তবে একটা ইতিবাচক দিকও খুঁজে পাওয়া গেছে। প্রথম দিনে ৫৬ ওভার বল করে বাংলাদেশ কোনো অতিরিক্ত রান দেয়নি। অতিরিক্ত রানের ঘরটি এখনো শূন্যের কোটায় রয়েছে। এমনটি সচারচর টেস্ট ক্রিকেট দেখা যায় না।
বিডি-প্রতিদিন/১০ জনু, ২০১৫/মাহবুব