বাংলাদেশ ক্রিকেট আজ পর্যন্ত যে কজন নামীদামি ক্রিকেট-ব্যক্তিত্বের জন্ম দিয়েছে তার মধ্যে অন্যতম মোহাম্মদ আশরাফুল। বিশ্বের ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান দেশের অধিনায়ক ছিলেনও। কিন্তু নিষেধাজ্ঞার বেড়াজালে পড়ে অনেকটাই অতীত এখন আশরাফুল। তবে আছেন ফেরার অপেক্ষায়। মঙ্গলবার আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল জানিয়েছেন নতুন এক তথ্য। প্রায়শ্চিত্ত করতে চান তিনি।
আশরাফুলের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের আগস্টে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে বদ্ধ পরিকর তিনি। এই ফেরার মধ্যেই নাকি নিজের পাপকে ঘুচাতে চান তিনি।
আনন্দবাজারকে তিনি বলেন, প্রায়শ্চিত্ত করতেই আমার আবার মাঠে ফিরতে চান তিনি।
সবধরনের ক্রিকেট থেকে বাইরে থাকলেও, নিজের মতো অনুশীলন করে যাচ্ছেন আশরাফুল। সপ্তাহে চারদিন গুলশান ইউথ ক্লাবে চারঘন্টা করে ব্যাটিং অনুশীলন করেন তিনি।
বিডি-প্রতিদিন/১০ জনু, ২০১৫/মাহবুব