আগামীকাল ভোরে চিলিতে শুরু হচ্ছে কোপা আমেরিকার ৪৪তম আসর। বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ারও ১৪ বছর আগে যাত্রা করেছিল কোপা আমেরিকা। জনপ্রিয়তায় এখনো ফুটবলপ্রেমীদের কাছে এ টুর্নামেন্টের কদর একটুও কমেনি। কমবে কীভাবে! এ অঞ্চলের তিনটি দল (ব্রাজিল ৫ বার, আর্জেন্টিনা ২ বার ও উরুগুয়ে ২ বার) মিলে যে নয়বার বিশ্বকাপ জিতেছে! গত বিশ্বকাপের নকআউট পর্বেও তো লাতিন অঞ্চলের পাঁচটা দল খেলেছে। শেষ আটে খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে কলম্বিয়াও! এ অঞ্চলের ফুটবলীয় লড়াই মানেই বিশেষ কিছু। ফুটবলের ‘লাতিনীয় ছন্দ’ প্রবাদটা তো আর এমনিতেই স্থায়ী হয়নি। আগামীকাল থেকেই এর ছন্দ উপভোগ করতে পারবেন ভক্তরা।
এবারের কোপা আমেরিকায় নিঃসন্দেহে ফেবারিট লিওনেল মেসি, কার্লোস তেভেজ, আগুয়েরো, ডি মারিয়া, হিগুয়েনদের আর্জেন্টিনা। এ দলটির আক্রমণভাগ যেমন বিশ্ব সেরা তেমনি মিডফিল্ডও। ডিফেন্স লাইনে কিছুটা ফাঁক-ফোকর থাকলেও এরই মধ্যে সেখানে বাঁধ দিয়েছেন কোচ জেরার্ডো মার্টিনো। ফেবারিট নেইমার, অস্কার, থিয়াগো, লুইজ, আলভেসদের ব্রাজিলও। তবে এবারের কোপা আমেরিকা অন্যবারের চেয়ে কিছুটা ভিন্ন আঙ্গিকই পাচ্ছে। কেবল ব্রাজিল ও আর্জেন্টিনাই তারকা নিয়ে মাঠে নামছে না। আয়োজক চিলির যেমন আছেন আলেক্সিস সানচেজ, তেমনি প্যারাগুয়ের রয়েছে সান্তা ক্রুজ, কলম্বিয়ার ফ্যালকাও-রদ্রিগেজ আর উরুগুয়ের সুয়ারেজ-কাভানি। সবমিলে তারকার ছড়াছড়ি এবারের কোপা আমেরিকায়। যারা ইউরোপিয়ান ফুটবলে এরই মধ্যে যশ-খ্যাতিতে বর্তমান ফুটবলে সেরার তালিকায় স্থান করে নিয়েছেন। এই সেরাদের মধ্যে কে এবার এককভাবে সেরার স্থান দখল করবে, তা-ই দেখার বিষয়। কে জিতবে কোপা আমেরিকা! মেসি, নেইমার নাকি অন্য কোনো তারকা! গ্রুপের হিসাবে এবার আর্জেন্টিনা মোটেও সুবিধাজনক অবস্থানে নেই। বি গ্রুপে আলবেসিলেস্তদের মুখোমুখি হতে হবে উরুগুয়ে, প্যারাগুয়ে ও জ্যামাইকার। এর অর্থ গ্রুপ পর্বেই বন্ধু সুয়ারেজের মুখোমুখি হতে হচ্ছে মেসিকে। জ্যামাইকার কথা বাদ দিলেও তো উরুগুয়ে আর প্যারাগুয়ে লাতিন ফুটবলের সেরা শক্তিদের তালিকাতেই আছে। অন্যদিকে সি গ্রুপে ব্রাজিল খেলবে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলার সঙ্গে। নেইমারদের জন্যও গ্রুপ পর্বে চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অবশ্য আয়োজক চিলিও এবার গ্রুপ পর্বেই কঠিন লড়াইয়ের মুখোমুখি হবে। এ গ্রুপে তাদের সঙ্গে আছে মেক্সিকো, ইকুয়েডর এবং বলিভিয়া।
শিরোনাম
- ম্যারাডোনার মৃত্যুরহস্য; চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ কন্যার
- আজ বিশ্ব পরিবার দিবস
- পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ
- ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনেও নগরভবন অবরোধ
- ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ
- দ্বিতীয় দিনেও যমুনার সামনে অবস্থান জবি শিক্ষার্থীদের
- মণিপুরে এআরের অভিযানে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত
- ‘জাদুর চেরাগে’ গড়া সাম্রাজ্য: সবুর খানের বিত্ত-বৈভবের অন্ধকার অধ্যায়
- মায়োর্কাকে হারিয়ে বার্সার শিরোপার অপেক্ষা বাড়াল রিয়াল
- বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু শুক্রবার
- ঈদুল আজহায় ইয়াশ-মালাইকার ‘ক্ষতিপূরণ’
- মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; নিহত ২১
- তুরস্কে না যাওয়ার সিদ্ধান্ত পুতিনের, দেখা হচ্ছে না জেলেনস্কির সঙ্গে
- নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত ঢাবি শিক্ষার্থী সাম্য
- কে এই রাফাল ধ্বংসকারী পাকিস্তানি নারী পাইলট আয়েশা?
- আফগানদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল করলেন ট্রাম্প
- শেখ হাসিনাকে যেভাবে ফিরিয়ে আনা সম্ভব, জানালেন দুদক চেয়ারম্যান
- ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন
- বিচারপ্রার্থীদের সেবা সহজ করতে এবার সব আদালতে পৃথক হেল্পলাইন
- শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার
কাল শুরু কোপা আমেরিকা
জমজমাট লাতিন শ্রেষ্ঠত্বের লড়াই
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর