আগামীকাল ভোরে চিলিতে শুরু হচ্ছে কোপা আমেরিকার ৪৪তম আসর। বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ারও ১৪ বছর আগে যাত্রা করেছিল কোপা আমেরিকা। জনপ্রিয়তায় এখনো ফুটবলপ্রেমীদের কাছে এ টুর্নামেন্টের কদর একটুও কমেনি। কমবে কীভাবে! এ অঞ্চলের তিনটি দল (ব্রাজিল ৫ বার, আর্জেন্টিনা ২ বার ও উরুগুয়ে ২ বার) মিলে যে নয়বার বিশ্বকাপ জিতেছে! গত বিশ্বকাপের নকআউট পর্বেও তো লাতিন অঞ্চলের পাঁচটা দল খেলেছে। শেষ আটে খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে কলম্বিয়াও! এ অঞ্চলের ফুটবলীয় লড়াই মানেই বিশেষ কিছু। ফুটবলের ‘লাতিনীয় ছন্দ’ প্রবাদটা তো আর এমনিতেই স্থায়ী হয়নি। আগামীকাল থেকেই এর ছন্দ উপভোগ করতে পারবেন ভক্তরা।
এবারের কোপা আমেরিকায় নিঃসন্দেহে ফেবারিট লিওনেল মেসি, কার্লোস তেভেজ, আগুয়েরো, ডি মারিয়া, হিগুয়েনদের আর্জেন্টিনা। এ দলটির আক্রমণভাগ যেমন বিশ্ব সেরা তেমনি মিডফিল্ডও। ডিফেন্স লাইনে কিছুটা ফাঁক-ফোকর থাকলেও এরই মধ্যে সেখানে বাঁধ দিয়েছেন কোচ জেরার্ডো মার্টিনো। ফেবারিট নেইমার, অস্কার, থিয়াগো, লুইজ, আলভেসদের ব্রাজিলও। তবে এবারের কোপা আমেরিকা অন্যবারের চেয়ে কিছুটা ভিন্ন আঙ্গিকই পাচ্ছে। কেবল ব্রাজিল ও আর্জেন্টিনাই তারকা নিয়ে মাঠে নামছে না। আয়োজক চিলির যেমন আছেন আলেক্সিস সানচেজ, তেমনি প্যারাগুয়ের রয়েছে সান্তা ক্রুজ, কলম্বিয়ার ফ্যালকাও-রদ্রিগেজ আর উরুগুয়ের সুয়ারেজ-কাভানি। সবমিলে তারকার ছড়াছড়ি এবারের কোপা আমেরিকায়। যারা ইউরোপিয়ান ফুটবলে এরই মধ্যে যশ-খ্যাতিতে বর্তমান ফুটবলে সেরার তালিকায় স্থান করে নিয়েছেন। এই সেরাদের মধ্যে কে এবার এককভাবে সেরার স্থান দখল করবে, তা-ই দেখার বিষয়। কে জিতবে কোপা আমেরিকা! মেসি, নেইমার নাকি অন্য কোনো তারকা! গ্রুপের হিসাবে এবার আর্জেন্টিনা মোটেও সুবিধাজনক অবস্থানে নেই। বি গ্রুপে আলবেসিলেস্তদের মুখোমুখি হতে হবে উরুগুয়ে, প্যারাগুয়ে ও জ্যামাইকার। এর অর্থ গ্রুপ পর্বেই বন্ধু সুয়ারেজের মুখোমুখি হতে হচ্ছে মেসিকে। জ্যামাইকার কথা বাদ দিলেও তো উরুগুয়ে আর প্যারাগুয়ে লাতিন ফুটবলের সেরা শক্তিদের তালিকাতেই আছে। অন্যদিকে সি গ্রুপে ব্রাজিল খেলবে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলার সঙ্গে। নেইমারদের জন্যও গ্রুপ পর্বে চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অবশ্য আয়োজক চিলিও এবার গ্রুপ পর্বেই কঠিন লড়াইয়ের মুখোমুখি হবে। এ গ্রুপে তাদের সঙ্গে আছে মেক্সিকো, ইকুয়েডর এবং বলিভিয়া।
শিরোনাম
- যশোরে ভাবিকে ধর্ষণের চেষ্টা, দেবর গ্রেফতার
- মিয়ানমারে ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের ঘোষণা জান্তার
- হরিণের সঙ্গে ধাক্কা, প্রাক্তন বিশ্ব সুন্দরী সেনিয়া অ্যালেক্সান্ড্রোভার মর্মান্তিক মৃত্যু
- যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যেসব বিষয়ে ছাড় দিতে হবে, জানালেন ট্রাম্প
- দোতরা হারালেও থেমে নেই আমজাদ বয়াতির গান
- ‘সুপারম্যান’-এর খলনায়ক টেরেন্স স্ট্যাম্প আর নেই
- কারাগারে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল
- রোকেয়া স্মৃতিকেন্দ্রে মনোহর সেঞ্চুরি প্ল্যান্ট, দর্শনার্থীদের আকর্ষণ
- বরিশাল মেডিকেলে মারধর: হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু ২৪ আগস্ট
- ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- পিএসসির সামনে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের অবস্থান কর্মসূচি
- চাঁদপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- ঘুমধুম সীমান্তে আরাকান আর্মি সন্দেহে আটক ২, স্বীকারোক্তি একজনের
- পঞ্চগড়ে মৎস্য সপ্তাহ উদ্বোধন, সচেতনতার আহ্বান
- গোপালগঞ্জে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত
- মোংলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- কুষ্টিয়ায় নিখোঁজের পরদিন ভ্যানচালকের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে মৎস্য সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
- জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নেত্রকোনায় পোনা অবমুক্ত
কাল শুরু কোপা আমেরিকা
জমজমাট লাতিন শ্রেষ্ঠত্বের লড়াই
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর