একটা বিশ্বকাপ জয়ের জন্য কত দীর্ঘ পথই না পাড়ি দিতে হয়। বাছাই পর্বের সুদীর্ঘ পথ তো রয়েছেই। আছে বিশ্বকাপের মূল পর্বে বিশ্বসেরাদের সঙ্গে লড়াই। এতসব বাধা পাড়ি দেওয়ার পরও দুটি দল যখন ফিফটি-ফিফটি সম্ভাবনা নিয়ে ফাইনালে মুখোমুখি হয়, ম্যাচের পর কাঁদতে হয় একটা দলকে। গতবার যেমন কেঁদেছিলেন লিওনেল মেসিরা। জার্মানির কাছে ফাইনালে পরাজয় আর্জেন্টিনার ইতিহাসেই কেবল নয়, মেসির ক্যারিয়ারেরও একটা বড় ক্ষত হয়ে থাকবে। তবে লিওনেল মেসি বিশ্বকাপ পরাজয়ের বেদনা ভুলতে চান কোপা আমেরিকা জয় করে। গতকাল এক সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, 'বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি পৌঁছেও আমরা ব্যর্থ হয়েছি। তবে ব্রাজিল বিশ্বকাপটা আমাদের জন্য অসাধারণ ছিল। এবার কোপা আমেরিকা জিতে সব ব্যথা ভুলতে চাই।' কোপা আমেরিকায় আর্জেন্টিনা ছাড়াও নেইমারের ব্রাজিল, সুয়ারেজদের উরুগুয়ে, সানচেজের চিলি আর রদ্রিগেজদের কলম্বিয়া এবার ফেবারিটের তকমাধারী। তবে মেসি বলছেন, 'আর্জেন্টিনার এ দলটা জিততে চায়। আর আমরা জানি এবারে আমরাই ফেবারিট। একটা দল হিসেবে আমাদের কিছু একটা জেতা উচিত। আর একটা মৌসুমের শেষটা যদি হয় কোপা আমেরিকা জয় দিয়ে তবে তা হবে জীবনের সেরা কিছু।' কোপা আমেরিকায় সর্বোচ্চ ১৫টি শিরোপা জিতেছে উরুগুয়ে। গতবার তারা ফাইনালে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জেতে। ১৪টি শিরোপা জিতে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। এবারে উরুগুয়েকে স্পর্শ করার লক্ষ্যই নির্ধারণ করেছেন লিওনেল মেসি।