বৃষ্টির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ-ভারতের মধ্যকার ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। আজ বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে।
সকাল পৌনে সাতটার দিকে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ বিরতি দিয়ে বজ্রসহ বৃষ্টিতে শহরের বিভিন্ন নিচু রাস্তা পানিতে ডুবে গেছে। অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ-ভারতের মধ্যকার ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনের খেলা।
গতকাল বুধবার ফতুল্লা টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে ভারত করেছে বিনা উইকেটে ২৩৯। এরমধ্যে দেড়শ ছুয়েঁছেন শিখর ধাওয়ান, মুরালি বিজয় করেছেন ৮৯ রান। বৃষ্টির কারণে প্রায় চার ঘণ্টা খেলা বন্ধ থাকায় দিনের ৩৪ ওভার খেলা নষ্ট হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৫/ রশিদা