লিওনেল মেসি সবকিছুর বিনিময়ে কোপা আমেরিকা জয় করতে চান। দীর্ঘদিন পর ভক্তদের উপহার দিতে চান একটি শিরোপা। আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে সেই ১৯৯৩ সালে। বাতিস্তুতাদের পর আর্জেন্টিনার কোনো দলই ফুটবলের সবচেয়ে পুরনো আসরটার ট্রফি ঘরে তুলতে পারেনি। অবশ্য ২০০৭ ও ২০০৪ সালে কোপা ফাইনাল খেলেছে আলবেসিলেস্তরা। দুইবারই হেরেছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে। আর গতবার তো মেসির আর্জেন্টিনাই কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল! লিওনেল মেসি গত বছর ব্রাজিল বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার সুর তুলেছিলেন। সেই সুরের তালে তালে আর্জেন্টাইনরা পৌঁছে গিয়েছিল ফাইনালে। সেখানে জার্মানির প্রবল স্রোতের সামনে মেসির স্বপ্ন ভেসে যায়। এবারেও কি তেমন কিছু হবে! নাকি পূরণ হবে মেসির স্বপ্ন! দীর্ঘ ২২ বছর পর কি মেসি আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা উপহার দিতে পারবেন! এ বিস্ময়কর প্রশ্নগুলোর উত্তর পেতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে আগামীকাল ভোরে উত্তরের একাংশ সম্ভবত পেয়ে যাবেন ভক্তরা। ব্রাজিলকে কাঁদিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করা প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। জিতলেই ৮ বছর পর আবারও কোপা আমেরিকার ফাইনালে পৌঁছাবে আর্জেন্টিনা।
প্যারাগুয়ের কাছে কোপা আমেরিকার টানা দুইটা কোয়ার্টার ফাইনাল হারল ব্রাজিল। ২০১১ সালে প্যারাগুয়ে গোল শূন্য ড্রয়ের পর টাইব্রেকারে জিতেছিল ২-০ ব্যবধানে। দিন কয়েক আগের কোয়ার্টার ফাইনালে ১-১ গোলের ড্রয়ের পর সেই প্যারাগুয়েই জিতল টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে। রক সান্তা ক্রুজরাই একটা সুপারক্লাসিকোর সম্ভাবনাকে নাকচ করে দিল। অথচ আগামীকালের লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারত ব্রাজিল! প্যারাগুয়ের এই দুর্দান্ত ছুটে চলাই বলছে, মেসির আর্জেন্টিনার জন্য মোটেও সহজ প্রতিপক্ষ নন রক সান্তা ক্রুজরা। অবশ্য আর্জেন্টিনার বিপক্ষে প্যারাগুয়ের সর্বশেষ জয় ২০০৯ সালে বিশ্বকাপ বাছাই পর্বে। সেবার নিজেদের মাটিতে মেসিদের ১-০ গোলে হারিয়েছিল প্যারাগুয়ে। গোল করেছিলেন নেলসন ভালদেজ। তবে এরপর আর্জেন্টিনা ৪-২, ৩-১ ও ৫-২ ব্যবধানে হারিয়েছে রক সান্তা ক্রুজদের। দুই দলের শেষ লড়াই হয়েছে চলতি কোপা আসরেরই গ্রুপ পর্বে (২-২)। সাম্প্রতিক এই ফলাফল আগামীকাল ভোরের ম্যাচে কতটা প্রভাব ফেলবে তা বলা মুশকিল। তবে লিওনেল মেসি কোনো ঝুঁকি নিতে রাজি নন। যারা ব্রাজিলের মতো দলকে বিদায় করতে পারে তাদেরকে খাটো করে দেখা মোটেও ঠিক হবে না, এটা ভালো করেই জানা আছে আর্জেন্টাইন অধিনায়কের। অন্যদিকে গতবারের ফাইনালিস্ট প্যারাগুয়েও শিরোপা জয়ের পথে ছুটছে অবিরাম। ১৯৭৯ সালে সর্বশেষ কোপা আমেরিকা জিতেছিল তারা। এরপর ২০১১ সালে প্রথম ফাইনাল। এবারেও কি ফাইনাল খেলতে যাচ্ছে প্যারাগুয়ে! আজ ভোরেই প্রথম ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেছে। চিলি কিংবা পেরু। স্বাগতিক চিলি সানচেজ-ভিডালদের নিয়ে গড়ে তুলেছে এক অপ্রতিরোধ্য দল। অন্যদিকে পেরুও কোনো অংশেই কম নয়। যে দলই ফাইনাল খেলুক আর্জেন্টিনা কিংবা প্যারাগুয়ের জন্য ফাইনাল মোটেও সহজ হবে না।