টাইগারদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এই সফর প্রোটিয়ারা বাংলাদেশের বিরুদ্ধে দুটি টি-২০, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। ৫ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তবে এর আগে ৩ জুলাই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা।
এদিকে ভারতের বিরুদ্ধে সিরিজের পর ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তান ও ভারতের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিততেও বদ্ধপরিকর টাইগাররা। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে না থাকার পরও জিম্বাবুয়েতে ত্রি-দেশীয় সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের কারণে র্যঙ্কিংয়ে ৭-এ থাকার পরও নিশ্চিত নয় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। তবে ক্রিকইনফো সম্পাদক সম্বিত বাল বলেছেন, ত্রি-দেশীয় সিরিজে ফলাফল যাই হোক না কেন, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত। ৩০ সেপ্টেম্বরে আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশ সেরা আটে থাকার বিষয়ে তাকে নাকি জানানো হয়েছে খোদ আইসিসি থেকে।
তার কথা যদি সত্যি না হয়ে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা থাকার কথা নয়। কেননা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে এক সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করতে হলে পাড়ি দিতে হবে অনেক বন্ধুর পথ। তাছাড়া গাণিতিক জটিলতা তো আছেই। তবে বাংলাদেশ যদি প্রোটিয়াদের বিরুদ্ধে অন্তত একটা ওয়ানডেতে জয় পায় তাহলে আর কোনো শঙ্কা থাকবে না টাইগারদের। কিন্তু উপমহাদেশের দুই জায়ান্ট পাকিস্তান ও ভারতকে নাকানিচোবানি খাওয়ানোর পর সাত সমুদ্র তের নদীর ওপার থেকে আসা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র এক ম্যাচের জয়ের লক্ষ্য নিয়ে খেলবে? মোটেও না। অবশ্যই বাংলাদেশের লক্ষ্য থাকবে সিরিজ জয়।
এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টাইটেল স্পন্সরের নাম। এই সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ‘ন্যাশনাল পলিমার’। সিরিজটির নাম হচ্ছে, ‘ন্যাশনাল পলিমার ক্রিকেট সিরিজ-২০১৫’। সেই সঙ্গে কো-স্পন্সরের দায়িত্ব নিয়েছে ওয়ালটন। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পাকিস্তান-উইন্ডিজ-জিম্বাবুয়ের ত্রি-দেশীয় সিরিজ সম্পর্কে বলেন, ‘ক্রিকেট খেলুড়ে দলগুলো একটা অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে। তারা এফটিপির বাইরে গিয়ে সিরিজ আয়োজন করছে।’ তবে এই বিষয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না জালাল, ‘এই সিরিজেও বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে।
শিরোনাম
- 'দাঁতভাঙা জবাব' দিয়েছে পাকিস্তান, শেহবাজের দাবি
- সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা
- রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য চাই: ব্রাহ্মণবাড়িয়ায় গোলটেবিল বৈঠকে বক্তারা
- পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে: রয়টার্স
- ভারত থেকে এভাবে ‘পুশ–ইন’ সঠিক প্রক্রিয়া নয় : খলিলুর রহমান
- গম্ভীরের সঙ্গে টানাপোড়েন? ২৪ ঘণ্টার মধ্যে অবসর নিলেন রোহিত
- বাংলাদেশিদের ভিসা চালুর অগ্রগতিতে আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
- কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- উলবাকিয়া মশায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে আশা দেখছেন গবেষকরা
- পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
- রোগীদের সুস্থতায় নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ : চসিক মেয়র
- সিরাজগঞ্জে আন্দোলনে আহতদের মাঝে ২ কোটি ৪৯ লাখ টাকার চেক বিতরণ
- টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার
- দেশে প্রথমবারের মতো দুইটি ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা
- পাকিস্তানে ভারতের হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক
- পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
- পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যেও চলবে পিএসএল
- রৌমারী-ভূরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ আটক ৪৪
- পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮: ভারতীয় সেনাবাহিনী
- 'শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই'
দক্ষিণ আফ্রিকা আসছে আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর