টাইগারদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এই সফর প্রোটিয়ারা বাংলাদেশের বিরুদ্ধে দুটি টি-২০, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। ৫ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তবে এর আগে ৩ জুলাই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা।
এদিকে ভারতের বিরুদ্ধে সিরিজের পর ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তান ও ভারতের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিততেও বদ্ধপরিকর টাইগাররা। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে না থাকার পরও জিম্বাবুয়েতে ত্রি-দেশীয় সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের কারণে র্যঙ্কিংয়ে ৭-এ থাকার পরও নিশ্চিত নয় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। তবে ক্রিকইনফো সম্পাদক সম্বিত বাল বলেছেন, ত্রি-দেশীয় সিরিজে ফলাফল যাই হোক না কেন, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত। ৩০ সেপ্টেম্বরে আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশ সেরা আটে থাকার বিষয়ে তাকে নাকি জানানো হয়েছে খোদ আইসিসি থেকে।
তার কথা যদি সত্যি না হয়ে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা থাকার কথা নয়। কেননা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে এক সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করতে হলে পাড়ি দিতে হবে অনেক বন্ধুর পথ। তাছাড়া গাণিতিক জটিলতা তো আছেই। তবে বাংলাদেশ যদি প্রোটিয়াদের বিরুদ্ধে অন্তত একটা ওয়ানডেতে জয় পায় তাহলে আর কোনো শঙ্কা থাকবে না টাইগারদের। কিন্তু উপমহাদেশের দুই জায়ান্ট পাকিস্তান ও ভারতকে নাকানিচোবানি খাওয়ানোর পর সাত সমুদ্র তের নদীর ওপার থেকে আসা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র এক ম্যাচের জয়ের লক্ষ্য নিয়ে খেলবে? মোটেও না। অবশ্যই বাংলাদেশের লক্ষ্য থাকবে সিরিজ জয়।
এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টাইটেল স্পন্সরের নাম। এই সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ‘ন্যাশনাল পলিমার’। সিরিজটির নাম হচ্ছে, ‘ন্যাশনাল পলিমার ক্রিকেট সিরিজ-২০১৫’। সেই সঙ্গে কো-স্পন্সরের দায়িত্ব নিয়েছে ওয়ালটন। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পাকিস্তান-উইন্ডিজ-জিম্বাবুয়ের ত্রি-দেশীয় সিরিজ সম্পর্কে বলেন, ‘ক্রিকেট খেলুড়ে দলগুলো একটা অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে। তারা এফটিপির বাইরে গিয়ে সিরিজ আয়োজন করছে।’ তবে এই বিষয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না জালাল, ‘এই সিরিজেও বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে।
শিরোনাম
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর
- বেগম খালেদা জিয়ার জন্মদিনে অস্ট্রেলিয়ায় দোয়া অনুষ্ঠিত
- নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- চার শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
- পাহাড়ে পর্যটক সংকট
- গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের জন্য নির্বাচন অপরিহার্য : জিল্লুর রহমান
দক্ষিণ আফ্রিকা আসছে আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর