টাইগারদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এই সফর প্রোটিয়ারা বাংলাদেশের বিরুদ্ধে দুটি টি-২০, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। ৫ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তবে এর আগে ৩ জুলাই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা।
এদিকে ভারতের বিরুদ্ধে সিরিজের পর ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তান ও ভারতের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিততেও বদ্ধপরিকর টাইগাররা। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে না থাকার পরও জিম্বাবুয়েতে ত্রি-দেশীয় সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের কারণে র্যঙ্কিংয়ে ৭-এ থাকার পরও নিশ্চিত নয় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। তবে ক্রিকইনফো সম্পাদক সম্বিত বাল বলেছেন, ত্রি-দেশীয় সিরিজে ফলাফল যাই হোক না কেন, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত। ৩০ সেপ্টেম্বরে আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশ সেরা আটে থাকার বিষয়ে তাকে নাকি জানানো হয়েছে খোদ আইসিসি থেকে।
তার কথা যদি সত্যি না হয়ে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা থাকার কথা নয়। কেননা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে এক সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করতে হলে পাড়ি দিতে হবে অনেক বন্ধুর পথ। তাছাড়া গাণিতিক জটিলতা তো আছেই। তবে বাংলাদেশ যদি প্রোটিয়াদের বিরুদ্ধে অন্তত একটা ওয়ানডেতে জয় পায় তাহলে আর কোনো শঙ্কা থাকবে না টাইগারদের। কিন্তু উপমহাদেশের দুই জায়ান্ট পাকিস্তান ও ভারতকে নাকানিচোবানি খাওয়ানোর পর সাত সমুদ্র তের নদীর ওপার থেকে আসা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র এক ম্যাচের জয়ের লক্ষ্য নিয়ে খেলবে? মোটেও না। অবশ্যই বাংলাদেশের লক্ষ্য থাকবে সিরিজ জয়।
এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টাইটেল স্পন্সরের নাম। এই সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ‘ন্যাশনাল পলিমার’। সিরিজটির নাম হচ্ছে, ‘ন্যাশনাল পলিমার ক্রিকেট সিরিজ-২০১৫’। সেই সঙ্গে কো-স্পন্সরের দায়িত্ব নিয়েছে ওয়ালটন। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পাকিস্তান-উইন্ডিজ-জিম্বাবুয়ের ত্রি-দেশীয় সিরিজ সম্পর্কে বলেন, ‘ক্রিকেট খেলুড়ে দলগুলো একটা অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে। তারা এফটিপির বাইরে গিয়ে সিরিজ আয়োজন করছে।’ তবে এই বিষয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না জালাল, ‘এই সিরিজেও বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে।
শিরোনাম
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
দক্ষিণ আফ্রিকা আসছে আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর