১৯৫৮ বিশ্বকাপ সেমিফাইনালে স্বাগতিক চিলিকে একরকম উড়িয়ে (৪-২) দিয়েই ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। মাসোপাস্টের চেকোস্লোভাকিয়া রুখে দাঁড়ায় অপ্রতিরোধ্য ব্রাজিলের সামনে। ম্যাচের ১৫ মিনিটেই মাসোপাস্টের গোলে এগিয়ে গিয়েছিল চেকরা। তবে একজন মাসোপাস্ট ব্রাজিলের পঞ্চ পাণ্ডবকে লড়াইয়ে পরাস্ত করতে পারলেন না।
তারপরও তার সেই সাহসী গোল এখনো চেকদের মুখে মুখে। সেই মাসোপাস্ট চিরবিদায় জানালেন পৃথিবীকে। গতকাল ৮৪ বছর বয়সে প্রাগে মৃত্যুবরণ করেন ১৯৬২ সালের এ ব্যালন ডি'অর জয়ী। মাসোপাস্ট ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে পিওতর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এএফপিকে। তাকে অনেকেই ফুটবলের নাইট বলেও সম্বোধন করে।