দক্ষিণ আফ্রিকাসহ দেশের মাটিতে টানা চার সিরিজ জিতে আনন্দে আত্মহারা টাইগাররা। এ আনন্দকে আরও স্বরণীয় করতে একদিন অতিরিক্ত ছুটি চাইলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডেতে সিরিজ জয়ের পর মাশরাফি বলেন, সিরিজ জয়ে দেশবাসী উৎসব পালন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঈদের ছুটি এক দিন বাড়ানোর অনুরোধ করছি। অন্যগ্রহের ক্রিকেট খেলছে বাংলাদেশ। কয়েক মাসের ব্যবধানে টাইগারদের হাতে পরাস্ত হয়ে সিরিজ হারে দক্ষিণ আফ্রিকা, ভারত এবং পাকিস্তানের মতো ক্রিকেট পরাশক্তি। কিন্তু আফ্রিকার বিরুদ্ধে শুরুতে খেই হারিয়ে ফেলে টাইগাররা। দুটি টি-২০ ম্যাচ এবং প্রথম ওয়ানডেতে হেরে অনেকটা পিছনে পড়ে বাংলাদেশ। এরপর টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়। অসাধারণ কামব্যাক করে সিরিজ জেতা নিয়ে টাইগার কাণ্ডারী বলেন, ‘আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ও একদিনের ম্যাচসহ টানা তিন ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটে চলে যাই। সবার প্রচেষ্টায় কামব্যাক করে সিরিজ জয় করি। এটা সত্যিই স্পেশাল। এ জয়ের কৃতিত্ব দলের সবার।’ দেশের মাটিতে ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় করে চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করা বাংলাদেশের জন্য প্রত্যেক সিরিজই ছিল গুরুত্বপূর্ণ। এ তিন সিরিজের গুরুত্বের বিচারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজটিকে এগিয়ে রাখলেন মাশরাফি। তার মতে, ‘শক্তির বিচারে আফ্রিকা অন্য দলগুলোর চেয়ে এগিয়ে। তাই প্রোটিয়ার বিরুদ্ধে সিরিজকেই গুরুত্বের বিচারে এগিয়ে রাখব।’ দীর্ঘ ক্যারিয়ারের বেশির ভাগ সময় কেটেছে ইনজুরির সঙ্গে যুদ্ধ করে। বার বার ইনজুরিকে পরাজিত করে মাঠে ফিরে লড়েছেন দেশের হয়ে। আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দেশের প্রথম পেসার হিসেবে স্পর্শ করেছেন ২০০ উইকেট নেওয়ার মাইল ফলক। এ অর্জন নিয়ে মাশরাফি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে এ রেকর্ড বড় কিছু না হলেও দেশের ক্রিকেটের কথা বললে অর্জনটি অবশ্যই বড়। এ অর্জন করতে পেরে ভালো লাগছে। আশা করছি রুবেল, তাসকিন ও মুস্তাফিজরা আমার এ রেকর্ড ভঙ্গ করার পাশাপাশি বিশ্বের বোলারদের সব রেকর্ড ভঙ্গ করবে। তিনি বলেন, বাংলাদেশ যেভাবে খেলছে তার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সামনে জয়ও ধরে রাখা যাবে। তবে আমাদের মনে রাখতে হবে একটা দলে সময় ভালো যায় এবং খারাপও যায়। তাই ক্রিকেটে যেন দুর্দিন না আসে সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। পুরো দেশ আমাদের যেভাবে সমর্থন যুগিয়েছে তা সত্যিই অসাধারণ। আমরা দর্শকদের কাছে ঋণী।
সংক্ষিপ্ত স্কোর
দ. আফ্রিকা : ১৬৮/৯, ৪০ ওভার (আমলা ১৫, মিলার ৪৪, ডুমিনি ৫১, বেহারডিয়েন ১২। মুস্তাফিজ ২/২৪, মাশরাফি ১/২৯, সাকিব ৩/৩৩, মাহমুদুল্লাহ ১/২০, রুবেল ২/২৯)।
বাংলাদেশ : ১৭০/১, ২৬.১ ওভার (সৌম্য ৯০, তামিম ৬১*। ইমরান তাহির ১/৩৭)।
ফলাফল : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
ম্যাচ অব দ্য সিরিজ : সৌম্য সরকার (বাংলাদেশ)।
শিরোনাম
- রাঙামাটিতে তরুণদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন
- যুবদল নেতা হত্যা : কক্সবাজারের সাবেক এমপি জাফর রিমান্ডে
- বাংলাদেশে চোখের চিকিৎসাব্যবস্থা আন্তর্জাতিক মানের
- হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা : গাজীপুরে বিশেষ অভিযানে আটক ৫৪
- ৫ বিয়ে, নিঃসঙ্গ মৃত্যু, কাজহীন ১৮ বছর: বলিউড ভিলেনের করুণ পরিণতি
- বন্ধ্যত্বের বিশ্বমানের চিকিৎসা দেশেই
- আইনজীবী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো চিন্ময় দাসকে
- বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অ্যাস্থেটিক সার্জারি সেন্টার
- ইউক্রেনের সাথে শান্তি চুক্তি অনিবার্য, এটি সময়ের ব্যাপার মাত্র : পুতিন
- ঘরোয়া উপায়ে দূর হবে হাঁটু-কনুইয়ের কালো দাগ
- নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা
- যেসব ভুলে নষ্ট হতে পারে ফ্রিজে রাখা খাবার
- সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী
- লেবাননের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল আমিরাত
- ফোনের ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া সম্ভব
- ইন্টারনেটের ব্যবহার শুধু বিনোদনে নয়, বদল হোক উৎপাদনশীলতায়
- আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা : সুপ্রিম কোর্টে আধাবেলা বিচার কাজ বন্ধ
- হাতিরঝিলে চলাচলে শৃঙ্খলা ও সবুজায়ন বাড়াতে নির্দেশনা
- ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন
- ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলি
প্রধানমন্ত্রীকে মাশরাফির অনুরোধ
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর