দক্ষিণ আফ্রিকাসহ দেশের মাটিতে টানা চার সিরিজ জিতে আনন্দে আত্মহারা টাইগাররা। এ আনন্দকে আরও স্বরণীয় করতে একদিন অতিরিক্ত ছুটি চাইলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডেতে সিরিজ জয়ের পর মাশরাফি বলেন, সিরিজ জয়ে দেশবাসী উৎসব পালন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঈদের ছুটি এক দিন বাড়ানোর অনুরোধ করছি। অন্যগ্রহের ক্রিকেট খেলছে বাংলাদেশ। কয়েক মাসের ব্যবধানে টাইগারদের হাতে পরাস্ত হয়ে সিরিজ হারে দক্ষিণ আফ্রিকা, ভারত এবং পাকিস্তানের মতো ক্রিকেট পরাশক্তি। কিন্তু আফ্রিকার বিরুদ্ধে শুরুতে খেই হারিয়ে ফেলে টাইগাররা। দুটি টি-২০ ম্যাচ এবং প্রথম ওয়ানডেতে হেরে অনেকটা পিছনে পড়ে বাংলাদেশ। এরপর টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়। অসাধারণ কামব্যাক করে সিরিজ জেতা নিয়ে টাইগার কাণ্ডারী বলেন, ‘আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ও একদিনের ম্যাচসহ টানা তিন ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটে চলে যাই। সবার প্রচেষ্টায় কামব্যাক করে সিরিজ জয় করি। এটা সত্যিই স্পেশাল। এ জয়ের কৃতিত্ব দলের সবার।’ দেশের মাটিতে ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় করে চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করা বাংলাদেশের জন্য প্রত্যেক সিরিজই ছিল গুরুত্বপূর্ণ। এ তিন সিরিজের গুরুত্বের বিচারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজটিকে এগিয়ে রাখলেন মাশরাফি। তার মতে, ‘শক্তির বিচারে আফ্রিকা অন্য দলগুলোর চেয়ে এগিয়ে। তাই প্রোটিয়ার বিরুদ্ধে সিরিজকেই গুরুত্বের বিচারে এগিয়ে রাখব।’ দীর্ঘ ক্যারিয়ারের বেশির ভাগ সময় কেটেছে ইনজুরির সঙ্গে যুদ্ধ করে। বার বার ইনজুরিকে পরাজিত করে মাঠে ফিরে লড়েছেন দেশের হয়ে। আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দেশের প্রথম পেসার হিসেবে স্পর্শ করেছেন ২০০ উইকেট নেওয়ার মাইল ফলক। এ অর্জন নিয়ে মাশরাফি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে এ রেকর্ড বড় কিছু না হলেও দেশের ক্রিকেটের কথা বললে অর্জনটি অবশ্যই বড়। এ অর্জন করতে পেরে ভালো লাগছে। আশা করছি রুবেল, তাসকিন ও মুস্তাফিজরা আমার এ রেকর্ড ভঙ্গ করার পাশাপাশি বিশ্বের বোলারদের সব রেকর্ড ভঙ্গ করবে। তিনি বলেন, বাংলাদেশ যেভাবে খেলছে তার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সামনে জয়ও ধরে রাখা যাবে। তবে আমাদের মনে রাখতে হবে একটা দলে সময় ভালো যায় এবং খারাপও যায়। তাই ক্রিকেটে যেন দুর্দিন না আসে সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। পুরো দেশ আমাদের যেভাবে সমর্থন যুগিয়েছে তা সত্যিই অসাধারণ। আমরা দর্শকদের কাছে ঋণী।
সংক্ষিপ্ত স্কোর
দ. আফ্রিকা : ১৬৮/৯, ৪০ ওভার (আমলা ১৫, মিলার ৪৪, ডুমিনি ৫১, বেহারডিয়েন ১২। মুস্তাফিজ ২/২৪, মাশরাফি ১/২৯, সাকিব ৩/৩৩, মাহমুদুল্লাহ ১/২০, রুবেল ২/২৯)।
বাংলাদেশ : ১৭০/১, ২৬.১ ওভার (সৌম্য ৯০, তামিম ৬১*। ইমরান তাহির ১/৩৭)।
ফলাফল : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
ম্যাচ অব দ্য সিরিজ : সৌম্য সরকার (বাংলাদেশ)।
শিরোনাম
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
প্রধানমন্ত্রীকে মাশরাফির অনুরোধ
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর