সত্যিই টাইগারদের জুড়ি নেই। সব অসম্ভবকে সম্ভব করে ছাড়ছে। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা। এরপর পাকিস্তানকে ওয়ানডে সিরিজে বাংলাওয়াশ। প্রথমবারের মতো আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকেও বিধ্বস্ত করল। ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকার কাছে টি-২০ সিরিজে হেরে যাওয়াতে অনেকে ধরে নিয়েছিল প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কুলিয়ে উঠতে পারবে না। প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ায় ভয়টা আরও বেড়ে গিয়েছিল। কিন্তু বাংলার দামাল ক্রিকেটাররা ভয় যে কী, তা জানে না। সেটা প্রমাণ করে দিল ভালোভাবেই। দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে সমান দক্ষতার পরিচয় দিয়ে ৭ উইকেটে জয়লাভ করে। সিরিজে সমতা ফিরে আসে। শেষ ম্যাচটা যেন ফাইনালে পরিণত হয়েছিল। যারা জিতবে তারাই সিরিজের ট্রফি হাতে তুলবে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বলে আশাটা বেড়ে গিয়েছিল। কেননা ক্রিকেটের এ গ্রাউন্ড বাংলাদেশের লাকি গ্রাউন্ড বলে বিবেচিত। কিন্তু প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বলে ভয় তো কিছুটা ছিলই। না, কীসের ভয়! শেষ ম্যাচে আরও নাকানি-চুবানি খাইয়ে প্রোটিয়াদের কাঁদিয়ে ছাড়ল। পিছিয়ে থেকেও দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়। ঐতিহাসিক সিরিজ জয়ের পর শুধু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নয়, দেশজুড়েই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে ক্রীড়াপ্রেমীরা। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় টাইগারদের ছবি নিয়ে বিজয় মিছিল বের হয়। ঈদের কেনাকাটার মধ্যেও টিভিতে গুরুত্বপূর্ণ এ ম্যাচ দেখেছেন অনেকেই। বিজয়ের আনন্দে আবেগভরা কণ্ঠে অনেকেই বলছেন, এমনিতেই ঈদের খুশি। তারপর আবার ক্রিকেটে লাগাতার সাফল্য- এবারের ঈদ উৎসবটা হবে সত্যিই অন্য রকম। ঢাকার মাঠে তেমনভাবে দর্শকসমাগম না হলেও চট্টগ্রামে গ্যালারি ছিল পরিপূর্ণ। গ্যালারিতেও উল্লাস হয়েছে। ম্যাচ শেষে চট্টগ্রামে গভীর রাত পর্যন্ত বিজয় উৎসব চলেছে। সামনে আসছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টাইগারদের যে পারফরম্যান্স, তাতে আরেকটি ইতিহাস রচিত হবে- সে আশা করা যেতেই পারে।
শিরোনাম
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
দেশজুড়ে উৎসব
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর