দক্ষিণ আফ্রিকারসহ দেশের মাটিতে টানা চার সিরিজ জিতে আনন্দে আত্মহারা টাইগাররা। এ আনন্দকে আরও স্মরণীয় করতে একদিন অতিরিক্ত ঈদ ছুটি চাইলেন টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। প্রোটিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ জয়ের পর মাশরাফি বলেন, ‘এ সিরিজ জয়ের আনন্দ দীর্ঘায়িত করতে টিম ম্যানেজমেন্টের কাছে আরও একদিনের অতিরিক্ত ছুটি চাইছি।’
অন্যগ্রহের ক্রিকেট খেলছে বাংলাদেশ। কয়েক মাসের ব্যবধানে টাইগারদের হাতে পরাস্ত হয়ে সিরিজ হারে দক্ষিণ আফ্রিকা, ভারত এবং পাকিস্তানের মত ক্রিকেট পরাশক্তি। কিন্তু আফ্রিকার বিরুদ্ধে শুরুতে খেই হারিয়ে পেলে টাইগাররা। দুটি টি২০ ম্যাচ এবং প্রথম ওয়ানডে’তে হেরে অনেকটা পিছনে পড়ে বাংলাদেশ। এরপর টানা দু ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়। অসাধারণ কাম ব্যাক করে সিরিজ জেতা নিয়ে টাইগার কাণ্ডারী বলেন, ‘আফ্রিকার বিরুদ্ধে টি২০ ও একদিনের ম্যাচসহ টানা তিন ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটে চলে যাই। সবার প্রচেষ্টায় কামব্যাক করে সিরিজ জয় করি। এটা সত্যিই স্পেশাল। এ জয়ের কৃতিত্ব দলের সবার।’
দেশের মাটিতে ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় করে চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করা বাংলাদেশের জন্য প্রত্যেক সিরিজই ছিল গুরুত্বপূর্ণ। এ তিন সিরিজের গুরুত্বের বিচারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ টিকে এগিয়ে রাখলেন মাশরাফি। তার মতে, ‘শক্তির বিচার আফ্রিকা অন্য দলগুলোর চেয়ে এগিয়ে। তাই প্রোটিয়ার বিরুদ্ধে সিরিজকেই গুরুত্বের বিচারে এগিয়ে রাখব।’
দীর্ঘ ক্যারিয়ারের বেশির ভাগ সময় কেটেছে ইনজুরির সাথে যুদ্ধ করে। বার বার ইনজুরিকে পরাজিত করে মাঠে ফিরে লড়েছেন দেশের হয়ে। আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দেশের প্রথম পেসার হিসেবে স্পর্শ করেছেন ২শ’ উইকেট নেয়ার মাইল ফলক। এ অর্জন নিয়ে মাশরাফি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে এ রেকর্ড বড় কিছু না হলেও দেশের ক্রিকেটের কথা বললে অর্জনটি অবশ্যই বড়। এ অর্জন করতে পেরে ভাল লাগছে। আশা করছি রুবেল, তাসকিন মুস্তাফিজরা আমার এ রেকর্ড ভঙ্গ করার পাশপাশি বিশ্বেও বোলারদের সব রেকর্ড ভঙ্গ করবে।
বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই, ২০১৫/ রশিদা