জর্জ কোটান, বাড়ি অস্ট্রিয়া। অথচ বাংলাদেশ ফুটবলের অতি পরিচিত মুখ। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলের কারিগর ছিলেন কোটান। জাতীয় দল ছাড়াও ঘরোয়া ফুটবলে মুক্তিযোদ্ধা ও আবাহনীকে কোচিং করিয়েছেন এই অস্ট্রিয়ান। এ মৌসুমে আবাহনীর কোচ। তবে ধানমন্ডির দলটি পুরো মৌসুম পাচ্ছে না তাকে। দ্বিতীয় রাউন্ডের মাঝপথে ফিরে যাচ্ছেন দেশে। কাল ছিল কোটানের বিদায়ী ম্যাচ। বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ ছিল শিরোপাপ্রত্যাশী শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রিয় কোচ কোটানকে অবিশ্বাস্য জয় উপহার দিয়ে বিদায় জানান সানডে চিজোবারা। এ হারে শিরোপা রেস থেকে কিছুটা পিছিয়ে পড়ল শেখ রাসেল। ৫-০ গোলে হারের ম্যাচে হ্যাটট্রিক করেন আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে। কাল হেরে শেখ রাসেলের পয়েন্ট ১৪ ম্যাচে ২৯। শিরোপা রেসের শীর্ষে থাকা শেখ জামালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৭। আবাহনীর পয়েন্ট ১৫ ম্যাচে ৩০।
কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল নেমেছিল দ্বিতীয় পর্বে টানা তিন জয়ের আÍবিশ্বাস নিয়ে। নেমেছিল দলের সেরা স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলিকে ছাড়া। এমিলিবিহীন শেখ রাসেলের আক্রমণে কোনো ধার ছিল না। উল্টো আবাহনীর পাল্টা আক্রমণে ব্যতিব্যস্ত ছিল শেখ রাসেলের রক্ষণভাগ। তবে ১৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন মিঠুনরা। ১৬ মিনিটে প্রায় ৩০ মিটার দূর থেকে ইকেঙ্গার ফ্রি কিক আবাহনীর গোলরক্ষক জিয়াউরকে পরাস্ত করলেও বারপোস্টে লেগে বাইরে চলে যায়। পুরো ম্যাচে শেখ রাসেলের উল্লেখ করার মতো আক্রমণ ছিল এটাই। ৩৭ মিনিটে দেশসেরা মিডফিল্ডার জাহিদ হেড করেন হেমন্তের ক্রসে। কিন্তু বল আবাহনীর গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। এরই মধ্যে গোল পেয়ে যায় আবাহনী। ৪০ মিনিটে চমৎকার গোল করেন নাসির। মাঝমাঠ থেকে শাহেদ লম্বা ক্রস করলে ফাঁকায় দাঁড়ানো নাসির বল ধরে আগুয়ান গোলরক্ষক লিটনের মাথার ওপর দিয়ে ঠাণ্ডা মাথায় জালে ফেলেন (১-০)। ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী।
বিরতির পর ম্যাচে ফিরতে কোচ মারুফ পরিবর্তন আনেন একাদশে। এমিলিকে নামান। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। কোটান তার বিদায়ী ম্যাচে অলআউট ফুটবল খেলিয়ে ব্যতিব্যস্ত করে রাখেন রাসেলের রক্ষণভাগকে। ৫৫ মিনিটে কমলের স্কয়ার পাসে বল ধরে ডি বক্সের মাথা থেকে সানডে ডান পায়ের সোয়ার্ভিং শটে গোলসংখ্যা দ্বিগুণ করেন (২-০)। ৭৭ মিনিটে গোলসংখ্যা ৩-এ নিয়ে আসে ধানমন্ডির দলটি। মাঝমাঠ থেকে কমলের বাড়ানো বল ধরে সানডে বাড়িয়ে দেন শাহেদকে। শাহেদ বল ধরে প্রায় ২৫ মিটার দূর থেকে শটে গোল করেন (৩-০)। ৮২ মিনিটে সানডের গোলটি ছিল চোখ ধাঁধানো। মধ্যমাঠ থেকে কমল বল বাড়িয়ে দেন সানডেকে। নাইজেরিয়ান স্ট্রাইকার বল ধরে রাসেলের রক্ষণভাগের শেষ ডিফেন্ডার বোজান প্যাটট্রিককে কাটিয়ে ডান পায়ে বাঁকানো শটে দলের চার নম্বর ও নিজের দ্বিতীয় গোল করেন (৪-০)। সানডের এ গোলটি এবারের মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তার সেরা গোল। ৪ গোল খাওয়ার পর খেলা থেকে ছিটকে পড়ে শেখ রাসেল। এর মধ্যেই ৮৯ মিনিটে ম্যাচের পঞ্চম এবং নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। মধ্যমাঠ থেকে উড়ে আসা বল ধরে সানডে ছিটকে ফেলেন শেখ রাসেলের শেষ ডিফেন্ডারকে। শট নেওয়ার আগে পড়ে যান মাঠে। কিন্তু আবাহনীর গোলরক্ষক লিটন বল ক্লিয়ার করতে পারেননি। সে সুযোগ কাজে লাগিয়ে বাঁ পায়ের প্লেসিং শটে লিগের ষষ্ঠ হ্যাটট্রিক করেন সানডে (৫-০)। এ হারে প্রথম পর্বে আবাহনীর বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে পারেনি শেখ রাসেল। দ্বিতীয় পর্বে এটিই ছিল শেখ রাসেলের প্রথম হার। দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধাকে ৩-২ গোলে হারায় গোপীবাগের দল ব্রাদার্স। অথচ এগিয়ে ছিল মুক্তিযোদ্ধা। ১৪ মিনিটে মুক্তির চামারা সারভা প্রথম গোল করেন। ১৮ মিনিটে ব্রাদার্সের পক্ষে সমতা আনেন কেস্টার অ্যাকন। ৩৪ মিনিটে আবার মুক্তিকে এগিয়ে নেন চামারা সারভা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ার্ধে গতিশীল ফুটবল খেলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ব্রাদার্স। ৭৮ মিনিটে ২-২ করেন অ্যাকন। সমতা আসার পর রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দুই দল। এরপর হঠাৎ অতিরিক্ত সময়ে ব্রাদার্সের জয় নিশ্চিত করেন রনি।
শিরোনাম
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
সানডের হ্যাটট্রিকে আবাহনীর জয়
আবাহনীর ৫ : ০ শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর